Apache choppers | অবশেষে ভারতের হাতে এল দুর্ধর্ষ অ্যাপাচে হেলিকপ্টার, মোতায়েন পাকিস্তান সীমান্তে!

Apache choppers | অবশেষে ভারতের হাতে এল দুর্ধর্ষ অ্যাপাচে হেলিকপ্টার, মোতায়েন পাকিস্তান সীমান্তে!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময়ের অপেক্ষার পর অবশেষে ভারতীয় সেনাবাহিনীর হাতে এসে পৌঁছাল তাঁদের প্রথম ব্যাচের ৩ টি অ্যাপাচে এএইচ-৬৪ই (Apache AH-64E ) অ্যাটাক হেলিকপ্টার। অপারেশন সিঁদুর পরবর্তী প্রেক্ষাপটে পশ্চিম সীমান্তে ভারতের যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। সূত্রের খবর, পাকিস্তান সীমান্তবর্তী যোধপুর বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হবে আমেরিকায় তৈরি এই অ্যাপাচে কপ্টারগুলি।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালে ৬টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটিরও বেশি) চুক্তি করেছিল ভারতীয় সেনাবাহিনী। প্রাথমিকভাবে, ২০২৪ সালের মে থেকে জুনের মধ্যে এই হেলিকপ্টারগুলি সরবরাহের কথা ছিল। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে একাধিক বার পিছিয়ে যায় ডেলিভারির সময়সীমা। ২০২৪ সালের ডিসেম্বরেও এই অ্যাপাচে কপ্টারগুলির ডেলিভারির সময়সীমা নির্ধারিত হয়েছিল কিন্তু শেষপর্যন্ত সেটিও পিছিয়ে যায়। অবশেষে ভারতের হাতে পৌঁছে গেল অত্যাধুনিক এই আট্যাক কপ্টারগুলি। চলতি বছরের শেষের দিকে আরও ৩ টি অ্যাপাচে কপ্টার ভারতের হাতে হস্তান্তর হওয়ার কথা রয়েছে।

এই অত্যাধুনিক অ্যাপাচে কপ্টারগুলিতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং রকেটের পাশাপাশি রয়েছে ৩০ এমএম অটোক্যানন। এই অটোক্যানন দুমিনিটে ১২০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। প্রয়োজনে ১ মিনিটের মধ্যে ২৮০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে এই কপ্টারগুলি। অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টারগুলি তাদের ক্ষিপ্রতা, ফায়ারপাওয়ার এবং উন্নত টার্গেটিং সিস্টেমের জন্য পরিচিত। ফলত এই কপ্টারগুলিকে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *