Anish Dayal Sing | নয়া ডেপুটি পেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কে এই অনীশ দয়াল সিং?

Anish Dayal Sing | নয়া ডেপুটি পেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কে এই অনীশ দয়াল সিং?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সহকারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল অনীশ দয়াল সিং-কে (Anish Dayal Sing)। একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এই অবসরপ্রাপ্ত আইপিএস দুঁদে অফিসার হিসেবেই প্রশাসনিক মহলে পরিচিত। ১৯৮৮ ব্যাচের মণিপুর ক্যাডারের আইপিএস অফিসার অনিশ দয়াল সিং। ২০২৪ সালে অবসর নেন তিনি। কর্মজীবনে দীর্ঘদিন আইবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও CRPF এবং ITBP-র মতো দু’টি আধা-সেনাবাহিনীর প্রধানের পদে ছিলেন তিনি। এছাড়াও সিআরপিএফ প্রধানের পদেও দায়িত্ব পালন করেন অনিশ দয়াল সিং। নকশাল বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা স্থাপন করেন তিনি।

ইতিমধ্যেই ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর প্রাক্তন প্রধান রাজিন্দর খান্নাকে দোভালের অন্যতম সহকারি হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও রয়েছেন অবসরপ্রাপ্ত IPS অফিসার টিভি রবিচন্দ্রন এবং প্রাক্তন IFS অফিসার পবন কাপুর। এবার এই দলের সঙ্গে যুক্ত হলেন অনীশ দয়াল সিং। সূত্রের খবর অনীশ দয়াল আপাতত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অন্যতম ডেপুটি হিসেবে হিসেবে জম্মু ও কাশ্মীর, নকশাল সক্রিয়তা ও উত্তর-পূর্বের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি সহ দেশের অভ্যন্তরীণ বিষয়ের দায়িত্বে থাকবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *