Anil Ambani | ৩০০০ কোটির ঋণ নিয়ে জালিয়াতি! অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ইডির

Anil Ambani | ৩০০০ কোটির ঋণ নিয়ে জালিয়াতি! অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ইডির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমন তো জারি হয়েছিলই, এবার রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনিল আম্বানির (Anil Ambani) বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorate)। শুক্রবার ৩০০০ কোটির ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এর ফলে আদালতের অনুমতি ছাড়া অনিল আম্বানি আর ভারতের বাইরে সফর করতে পারবেন না।

ইডির প্রাথমিক তদন্তে দেখা গেছে যে অনিল আম্বানির সংস্থার সঙ্গে যুক্ত কোম্পানিগুলি জনসাধারণের অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করে। এর মধ্যে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ অবৈধভাবে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এনিয়ে ইয়েস ব্যাংকের (Sure Financial institution) কর্মকর্তা ও অনিল আম্বানির সঙ্গে যুক্ত কোম্পানিগুলির যোগসূত্র খতিয়ে দেখছে।

ইডি সূত্রে খবর ঋণ দেওয়ার মাপকাঠিকে কোনওরকম গুরুত্ব না দিয়ে ব্যাংকের ঋণ নীতিকে পাশ কাটিয়ে অনিল আম্বানির সংস্থায় বিনিয়োগ করা হয়েছে। এনিয়ে গত, বৃহস্পতিবার দিল্লি ও মুম্বইজুড়ে দিনভর ইডি অনিল আম্বানির ৩৫টি সম্পত্তি ও ৫০টি সংস্থার দপ্তরে তল্লাশি চালায়। শুক্রবারও কলকাতা ও ওড়িশার ভুবনেশ্বরের তিনটি জায়গায় এই মামলাতেই তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৫ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ডেকে পাঠানো হয়েছে অনিল আম্বানিকে।

উল্লেখ্য, গত জুন মাসে অনিল আম্বানিকে প্রতারক আখ্যা দিয়ে সিবিআইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের  করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসতেই আসরে নামে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করেছে তারা। এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিল আম্বানিকে। তখন দীর্ঘ জেরার মুখে পড়তে হয় তাঁকে। ২০২০ সালেও একবার ইডির জেরার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *