উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দরুন মৃত্যু হল ৮ জনের, আহত হলেন ৭ জন। রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লিতে। সূত্রের খবর, মৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। ঘটনাপ্রসঙ্গে হোম মিনিস্টার ভি অনিতা বলেন,‘দুই মহিলা সহ ৮ জনের মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন একাধিক।’ আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অনিতা সহ জেলার অন্যান্য আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে আহতদের চিকিৎসায় কোনও খামতি না থাকে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বিশদ তদন্ত করে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।