উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৮ জুলাই মুক্তি পাবে বাংলা ছবি ‘ডিয়ার মা।’ অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। ছবির প্রচারে ভীষণ ব্যস্ত জয়া সহ গোটা টিমের জন্য বার্তা পাঠালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বিগ বি-র বার্তা পেয়ে আল্পুত জয়া।
দীর্ঘ ১০ বছর পর ফের বাংলা ছবির পরিচালনায় অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর পরিচালিত ‘পিঙ্ক’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ‘পিঙ্ক’ মতো এক শক্তিশালী সিনেমা মন ছুঁয়েছিল দর্শকের। তাই অনিরুদ্ধের ‘ডিয়ার মা’ এর ঝলক দেখে এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, ‘টোনিদা, আপনার ছবির জন্য আমার শুভেচ্ছা সব সময় রয়েছে।’ সাত-সকালে এমন শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত জয়া। তিনি অমিতাভ বচ্চনের হ্যান্ডল শেয়ার করে লেখেন, ‘শুক্রবারের সকাল এর থেকে ভালো কী হতে পারত! আপনার আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ স্যার।’ অমিতাভের তরফে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে পাল্টা তাঁর প্রণাম জানিয়েছেন পরিচালকও।
T 5431(i) – Tony da .. my needs at all times ..🙏🏼⚘️https://t.co/wjB8b6GnqW
— Amitabh Bachchan (@SrBachchan) July 4, 2025
উল্লেখ্য, ‘ডিয়ার মা’ (Expensive Maa) ছবিতে মুখ্য চরিত্রে আছেন জয়া আহসান, চন্দন রায় স্যান্যাল এবং শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।