Amit Shah | সকালে মোদির পর দুপুরে শা-এর বার্তা, উত্তরবঙ্গের বিপর্যয়ে সবরকম সাহায্যের আশ্বাস

Amit Shah | সকালে মোদির পর দুপুরে শা-এর বার্তা, উত্তরবঙ্গের বিপর্যয়ে সবরকম সাহায্যের আশ্বাস

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা বৃষ্টি ও ভয়ংকর ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিশেষত দার্জিলিং ও তার সংলগ্ন পার্বত্য এলাকা। এই মর্মান্তিক পরিস্থিতিতে এবার সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরে, রবিবাসরীয় দুপুরে শা তাঁর X (পূর্বের টুইটার) হ্যান্ডেলে করা একটি পোস্টের মাধ্যমে দুর্যোগকবলিত অঞ্চলের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

দার্জিলিং-কালিম্পং-মিরিকে গত শনিবার থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণ ইতিমধ্যেই ২০ টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। মিরিকের একটি বস্তিতে ধস নেমে ৯ জনের মৃত্যুর ঘটনা বিশেষভাবে নাড়িয়ে দিয়েছে সকলকে। যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ, বিচ্ছিন্ন দার্জিলিং-কালিম্পঙের একাধিক পথ। শিলিগুড়ি-মিরিক সরাসরি সংযোগকারী গুরুত্বপূর্ণ দুধিয়া সেতুও ভেঙে যাওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা নিজের পোস্টে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে হওয়া ফোনালাপের কথা উল্লেখ করেছেন। সাংসদের কাছ থেকে তিনি এলাকার সর্বশেষ ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন।অমিত শা লেখেন, “দার্জিলিঙে ভারী বৃষ্টির কারণে ঘটা দুর্ঘটনায় আমি সত্যিই মর্মাহত। অনেকেই প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবার ও পরিজনের প্রতি আমার সমবেদনা। আমি আশা রাখি, তাঁদের ক্ষতের নিরাময় হবে।”

পাশাপাশি, তিনি আশ্বস্ত করেছেন যে, বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রীয় দল প্রস্তুত। তিনি জানান, “ইতিমধ্যে বিপর্যস্ত এলাকাগুলিতে এনডিআরএফ-র (NDRF) প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। আর কয়েকটি প্রতিনিধি দল তৈরি রয়েছে। পরিস্থিতি সাপেক্ষে তাঁদেরও পাঠিয়ে দেওয়া হবে।” একইসঙ্গে বিজেপির স্থানীয় কর্মকর্তারাও দুর্গতদের সাহায্যে মাঠে নেমেছেন বলে তিনি উল্লেখ করেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *