উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভারত কোনও ধর্মশালা নয়’, লোকসভা ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’ পাশ করানোর সময় দেশে অনুপ্রবেশ নিয়ে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি এদিন সংসদে জানান, যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এদিন লোকসভায় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’ পাশ করায় কেন্দ্র।
লোকসভায় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’ -এর উপর আলোচনায় অংশ নিয়ে অমিত শা ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের বিষয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে বিজেপি এটি বন্ধ করবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাদেশিদের আধার কার্ড দেওয়া এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কেন্দ্রকে জমি না দেওয়ার অভিযোগও করেন শা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ায় রাজ্যে ৪৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের কাজ ঝুলে আছে।’
অনুপ্রবেশকারীদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সমবেদনার জন্যই এই কাজ করা যাচ্ছে না বলে মন্তব্য তাঁর। শায়ের অভিযোগ, ‘আগে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন অনুপ্রবেশকারীরা আসাম দিয়ে ভারতে প্রবেশ করত। এখন তারা পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করে যেখানে তৃণমূল ক্ষমতায় রয়েছে। ধরা পড়া সমস্ত বাংলাদেশীর ২৪ পরগনা জেলার আধার কার্ড আছে। ২০২৬ সালে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে এবং আমরা এর অবসান ঘটাবো।’ ২০২৬ সালে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠিত হওয়ার পরই এই ব্যবস্থার অবসান হবে বলেও জানান তিনি।