Amit Shah | দক্ষিণের মাটি থেকে বাংলা দখলের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

Amit Shah | দক্ষিণের মাটি থেকে বাংলা দখলের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দলীয় কর্মসূচিতে যোগ দিতে তামিলনাড়ুতে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। রবিবার মাদুরাইতে (Madurai) এক জনসভায় যোগ দেন তিনি। সেখানেও অমিত শায়ের মুখে উঠে এসেছে বাংলায় ক্ষমতা দখল করার কথা। সভা থেকে একযোগে তামিলনাড়ু (Tamilnadu) ও বাংলায় বিজেপির ক্ষমতা দখল করার কথা ঘোষণা করেন শা।

এদিন দুর্নীতি প্রশ্নে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সরকারকে কঠোর আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘DMK সরকার দুর্নীতির সব সীমা পেরিয়ে গিয়েছে। ওরা নয়ছয় করেছে কেন্দ্রের পাঠানো অনুদান নিয়েও। নয়াদিল্লির তরফে তাদের ৪৫০ কোটি টাকা পুষ্টি কিট দেওয়া হয়েছিল। যা তারা তুলে দিয়েছে বেসরকারি কিছু সংস্থার হাতে। এটা শুধুই দুর্নীতিই নয়, দরিদ্রদের খাদ্য, অধিকার থেকে বঞ্চিত করাও।’ এছাড়াও তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে ৪ হাজার ৬০০ কোটি টাকার বালি চুরির অভিযোগ তোলেন শা। এদিন শায়ের বক্তব্যে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসে।

উল্লেখ্য ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। একই সঙ্গে ভোট হবে বাংলাতেও। বাংলাতে প্রধান বিরোধী দল হলেও তামিলনাড়ুতে ক্ষমতার ধারেকাছে নেই বিজেপি। তবে লড়াইয়ে থাকতে আরেক বিরোধী দল জয়ললিতার এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। এদিন মাদুরাইয়ের সভা থেকে এই দুই রাজ্যে ক্ষমতা দখলের কথা বলে অমিত শা কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি, একই ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গিয়েছিল কলকাতায়। সেখানেও নেতাজি ইনডোরের সভায় মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, রাজ্য সভাপতি ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে সভা করেছিলেন তিনি। সেই সভাতেও ২৬ এ বাংলা দখলের বার্তা দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *