Amit Shah | কলকাতায় পা রাখলেন অমিত শা, ‘পাখির চোখ’ বাংলার বিধানসভা নির্বাচন!  

Amit Shah | কলকাতায় পা রাখলেন অমিত শা, ‘পাখির চোখ’ বাংলার বিধানসভা নির্বাচন!  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় এসে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। শনিবার রাত ১০ টা নাগাদ তাঁর বিমান নামে কলকাতায়। কলকাতার বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন শা-কে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থক সহ বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল প্রমুখ। শা-কে স্বাগত জানাতে এদিন বিজেপির কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির করানো হয়েছিল মহিলা ঢাকিদের দলকেও। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁর কনভয় কিছু সময়ের জন্য থামিয়ে গাড়ি থেকে নেমে আসেন অমিত শা। কর্মী-সমর্থকদের চোখের দেখা দিয়ে আবার গাড়িতে উঠে চলে যান সোজা বাইপাসের ধারে অবস্থিত এক হোটেলে।

প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। আগামীকাল রাজারহাটে সিএফএসএলের সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর মধ্যাহ্নভোজ সেরে তিনি সোজা চলে আসবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে বিজেপি নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন করবেন। এই সম্মেলনেই বক্তব্য রাখবেন শা। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন জেলা সভাপতি, মণ্ডল সভাপতি সহ সাংসদ এবং বিধায়কেরা। থাকবেন সাধারণ কর্মী সমর্থকেরা। আগামী বছরেই রয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচন। তাঁর আগামীকালের ভাষণে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলেও মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *