Amarnath Yatra | ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের নিরাপত্তায় থাকছে ৫০ হাজার সেনা

Amarnath Yatra | ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের নিরাপত্তায় থাকছে ৫০ হাজার সেনা

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে জম্মু-কাশ্মীর। আগামী মাসেই শুরু হবে অমরনাথ যাত্রা। স্বাভাবিক ভাবেই অমরনাথ যাত্রায় নিরাপত্তায় বিশেষ ভাবে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পুণ্যার্থীদের নিরাপত্তায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এবারের এই অমরনাথ যাত্রার পোশাকি নাম ‘অপারেশন শিব’। অমরনাথ যাত্রার সময়ে জঙ্গি নাশকতা রুখতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে ৫০ হাজার সেনা।

জানা গিয়েছে, আগামী ৩ জুলাই থেকে কাশ্মীরে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা বা ‘অপারেশন শিব’। চলবে ৯ অগাস্ট পর্যন্ত। পুণ্যার্থীদের প্রথম বাসটি ছাড়বে শ্রীনগর থেকে। তাঁদের সুরক্ষার বিষয়টি নজরে রেখে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। পূণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে গত ২৯ মে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন শা। এই সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, অমরনাথের যাত্রাপথের থ্রিডি ম্যাপিং সেরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। যাত্রাপথ, বেসক্যাম্প এবং সব ক’টি স্পর্শকাতর এলাকাতেই সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েন থাকবে পুণ্যার্থীদের থাকার জায়গাগুলিতেও। নজরদারির জন্য ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে। এ ছাড়াও বডি স্ক্যানার এবং যাত্রাপথে অজস্র সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হবে। পাশাপাশি নথিভুক্ত পুণ্যার্থীদেরও ‘রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ ট্যাগ দেওয়া হবে, যাতে তাঁদের গতিবিধি নজরে রাখা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *