সুভাষ বর্মন, পলাশবাড়ি: হকি খেলায় জয়জয়কার আলিপুরদুয়ারের (Alipurduar)। উত্তরবঙ্গের মধ্যে সেরার শিরোপা পেল এই জেলা। শুক্রবার হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষ্যে কলকাতার পার্ক স্ট্রিটে আশুতোষ জন্মশতবার্ষিকী হলে রাজ্য হকি বেঙ্গল আয়োজিত অনুষ্ঠানে আলিপুরদুয়ার জেলাকে উত্তরবঙ্গের মধ্যে সেরা জেলার পুরস্কার দেওয়া হয়। নিঃসন্দেহে বলা যায়, এই পুরস্কার এসেছে জেলার অনূর্ধ্ব-১৬ মেয়েদের দলের অনবদ্য পারফরমেন্সের জোরেই। ঘটনাচক্রে ওই দলের সমস্ত খেলোয়াড়ই আবার পলাশবাড়ির বাসিন্দা।
গত চার বছর ধরে হকিরচর্চায় উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্য স্তরে সুনাম অর্জন করেছে পলাশবাড়ি৷ ২০২৪ সালে হকি বেঙ্গলের উদ্যোগে পলাশবাড়িতে হয়েছিল উত্তরবঙ্গ জোনের খেলা। তখন জোনের চ্যাম্পিয়ন হয় আলিপুরদুয়ার জেলার মেয়েদের অনূর্ধ্ব-১৬ দল। যদিও দক্ষিণ কলকাতার কাছে হেরে রানার্স হয় আলিপুরদুয়ার। পলাশবাড়ির শিলবাড়িহাট হাইস্কুলের মাঠে কিংবা মরিচঝাঁপির যুব সংঘের মাঠে নিয়মিত হকির প্রশিক্ষণ চলে। মেয়েদের দলে মোট ১৬ জন খেলোয়াড় রয়েছে। বৃহস্পতিবারই তারা রওনা দিয়েছিল কলকাতার উদ্দেশ্যে। সেরার স্বীকৃতি পেয়ে দলের প্রশিক্ষক সরোজকুমার বসু বলেন, ‘এই পুরস্কার পলাশবাড়ির খেলোয়াড়দের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করল। মাঠে উৎসাহ আরও বাড়বে।’ আলিপুরদুয়ার জেলা হকি অ্যাসোসিয়েশনের সম্পাদক জীবন সরকার বলেন, ‘একসময় খেলার সরঞ্জাম ছিল না। খেলোয়াড়দের কেনার সামর্থ্যও ছিল না। জেলা পুলিশের তরফে হকির স্টিক ও গোলকিপারের পোশাক দেওয়া হয়েছিল। তাই এটা অনেক বড় প্রাপ্তি।’ পুরস্কার পেয়ে খুশি দলের খেলোয়াড় বর্ষা সরকার, দীপা বর্মনরা।