শালকুমারহাট : রবিবার সকালে প্রবল বর্ষণের জেরে জলদাপাড়া জাতীয় উদ্যান দিয়ে বয়ে যাওয়া শিসামারা নদীতে জলস্তর বেড়ে যায়। বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকতে শুরু করে নতুনপাড়া, নেপালিবস্তি, জলদাপাড়া বাজার ও মুন্সিপাড়া গ্রামে। হাজার হাজার বাসিন্দা জলবন্দি হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে।
এদিকে, শালকুমারহাটের দক্ষিণ দিকে এসে শিলতোর্ষা নদীতে মিশেছে শিসামারা। এদিন শিলতোর্ষা নদীতেও ব্যাপক জলস্ফীতি দেখা যায়। আর স্রোতে ভেসে আসে গন্ডার সহ অনেক বন্যপ্রাণী। দুটি গন্ডার নদী পেরিয়ে ঢুকে পড়ে গ্রামে। পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়াচ্ছে বুনো দুটি। জলদাপাড়া বন দপ্তর জানিয়েছে, গন্ডার দুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।