Alipurduar | রাজ্য স্তরের হকি খেলতে কলকাতায় যাচ্ছে পলাশবাড়ির দুই টিম

Alipurduar | রাজ্য স্তরের হকি খেলতে কলকাতায় যাচ্ছে পলাশবাড়ির দুই টিম

ব্লগ/BLOG
Spread the love


সুভাষ বর্মন, পলাশবাড়ি : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র কলকাতার মাঠে স্কুল গেমসে রাজ্য স্তরের হকি খেলতে যাচ্ছে পলাশবাড়ির ছেলে ও মেয়েদের দুই টিম। দুটি দলই আলিপুরদুয়ার জেলার হয়ে খেলবে। বুধবার দুপুরে হালকা বৃষ্টির মধ্যেই স্কুল গেমসের হকির জেলা স্তরের খেলা হয় পলাশবাড়ির শিলবাড়িহাট হাইস্কুলের মাঠে। সেখানে পলাশবাড়ির শিলবাড়িহাট হাইস্কুলের ছেলেদের দল অনূর্ধ্ব-১৫ বিভাগে ভুটনিরঘাট হাইস্কুলকে হারায়। একইভাবে অনূর্ধ্ব-১৭ বিভাগে শিলবাড়িহাট আরআর জুনিয়ার গার্লস স্কুলের ছাত্রীদের কাছে ভুটনিরঘাট হাইস্কুলের ছাত্রীরা হেরে যায়। তাই এখন কলকাতা যাওয়ার তোড়জোড় শুরু পলাশবাড়ির স্কুল পড়ুয়া হকি খেলোয়াড়দের।

আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক কৌশিক রায়ের কথায়, ‘হকি খেলায় পলাশবাড়ির সুনাম রয়েছে। তাই ওখানকার স্কুল পড়ুয়ারাই এবার রাজ্য স্তরের খেলায় সুযোগ পেল। আশা করি রাজ্য স্তরেও ভালোভাবে খেলে পলাশবাড়ির পড়ুয়ারা আলিপুরদুয়ার জেলার সুনাম বাড়াবে।’

জেলা ক্রীড়া সংসদ সূত্রে খবর, ২১ অগাস্ট থেকে সল্টলেকে সাইয়ের মাঠে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস অ্যান্ডস স্পোর্টসের জওহরলাল নেহরু হকি প্রতিযোগিতা। তার আগে এদিন আলিপুরদুয়ার জেলা স্তরের খেলা হয়। এদিন শিলবাড়িহাট হাইস্কুল, শিলবাড়িহাট আরআর জুনিয়ার গার্লস স্কুল ও ভুটনিরঘাট হাইস্কুলের মধ্যেই খেলা হয়। ছেলেদের দলে সুযোগ পাওয়া পলাশবাড়ির অষ্টম শ্রেণির প্রণয় রায় বলে, ‘আমরা প্রথম কলকাতায় হকি খেলতে যাচ্ছি। এর আগে তো এলাকার সিনিয়ার দাদা-দিদিরা খেলে এসেছে। আমরাও ভালো করে খেলার চেষ্টা করব।’ একই কথা জানিয়েছে দেবজিৎ বর্মন, রোহান বাওয়ালিদের মতো বাকি পড়ুয়ারাও।

গার্লস স্কুলের দশম শ্রেণির সুবর্ণা বর্মনের কথায়, ‘সাইয়ের মাঠে খেলতে যাচ্ছি। এটাই বড় প্রাপ্তি। ওখানে খেলতে গিয়ে অনেক কিছু শিখতে পারব।’ তঁার কথায় সায় জানাল আরেক পড়ুয়া দীপা বর্মন। পড়ুয়াদের সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষও। শিলবাড়িহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পীযূষকুমার রায়ের কথায়, ‘যুব সংঘের উদ্যোগেই পলাশবাড়িতে হকি খেলার চর্চা। তাই আমাদের স্কুলের পড়ুয়াদেরও এই খেলায় আগ্রহ বাড়ে। এজন্য স্কুলের তরফে পড়ুয়াদের সব সময় উৎসাহ দেওয়া হয়। এখন রাজ্য স্তরে সবাই ভালোভাবে খেলে আসুক, এটাই কামনা করি।’

আসলে পলাশবাড়িতে হকি ও নেটবল খেলা শুরু করে মরিচঝাঁপির যুব সংঘ ক্লাব। সেই ক্লাবের হয়ে ইতিমধ্যে দুই খেলাতেই অনেকবার সাফল্য এসেছে। সিনিয়ারদের দেখেই স্কুলে খেলা শুরু করে নীচু ক্লাসের পড়ুয়ারাও। তাদের নিখরচায় হকি খেলা শেখান যুব সংঘের কোচ সরোজকুমার বসু। অগাস্ট মাসেই স্কুল গেমসের রাজ্য প্রতিযোগিতার খবর জেনে কয়েক মাস থেকে পড়ুয়াদের অনুশীলন কয়েক গুণ বাড়ে। যার ফলস্বরূপ এবার রাজ্য স্তরে খেলার সুযোগ পেল সপ্তম থেকে দশম শ্রেণির পলাশবাড়ির পড়ুয়ারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *