Alipurduar | নারী পাচার রোখার গল্প বলবে ‘আদিবাসী গার্ল-২’

Alipurduar | নারী পাচার রোখার গল্প বলবে ‘আদিবাসী গার্ল-২’

ব্লগ/BLOG
Spread the love


ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার : কাজের টোপ দিয়ে অথবা প্রেমের ফাঁদে ফেলে ডুয়ার্সের নাবালিকা, তরুণীদের ভিনরাজ্যে পাচারের অভিযোগ নতুন নয়। চা বলয়ে যে পাচারচক্র সক্রিয় তা সম্প্রতি নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে ৫৬ জন তরুণী উদ্ধারের ঘটনায় স্পষ্ট। অধিকাংশ ক্ষেত্রে পাচার হওয়া নাবালিকা, তরুণীরা তলিয়ে যান অন্ধকারে। আবার কেউ কেউ চক্রের জাল কেটে বেরিয়ে আসতেও সক্ষম হন। এমনই গল্প শোনাবে আদিবাসী গার্ল-২। নাগপুরি সাদরি ভাষায় তৈরি হচ্ছে এই সিনেমা। এর পোস্টার রিলিজ থেকে শুরু করে শুটিংয়ের কাজ প্রায় শেষ। বাংলার পাশাপাশি ঝাড়খণ্ড ও অসমেও মুক্তি পাবে ছবিটি।

মূল গল্প কী? নির্মাতারা জানালেন, ডুয়ার্সের লঙ্কাপাড়া গ্রামে এক গুন্ডা ও তার শাগরেদরা আশপাশের এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। এরা গ্রামের সাদাসিধে মেয়েদের ভুল বুঝিয়ে বা জোর করে বাইরে পাচার করে দেয়। এভাবেই একদিন তারা পিংকি  নামে গ্রামের একটি মেয়েকে তুলে নিয়ে যায়। সেই গ্রামের আরেক কন্যা মায়া কর্মসূত্রে রাঁচিতে থাকেন। গ্রামে এসে জানতে পারেন পিংকির কথা। পিংকিকে গ্রামে ফেরাতে মায়ার লড়াই তুলে ধরা হয়েছে সিনেমায়।

ছবির পরিচালক বান্টি মণ্ডল জানালেন, দু’বছর আগে নাগপুরি সাদরি ভাষায় নির্মিত ‘আদিবাসী গার্ল’ সাড়া ফেলেছিল ডুয়ার্সে। এমনকি সিনেমাটি অসম ও ঝাড়খণ্ডেও চলে। দর্শকদের দাবি মেনেই ফের ‘আদিবাসী গার্ল-২’ সিনেমা তৈরি করা হল।

এই ছবিতে মুখ্য চরিত্রে (মায়া) অভিনয় করেছেন অর্পিতা দাস। তাঁর কথায়, ‘ছবিটি অ্যাকশন এবং ড্রামায় ভরপুর। এতে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়া হয়েছে।’ নির্মাতারা জানিয়েছেন, ছবিটি পুজোর মধ্যেই মুক্তি পাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *