Alipurduar | চাকরিহারাদের মঙ্গল কামনায় কাউন্সিলারের উদ্যোগে পুজোর আয়োজন

Alipurduar | চাকরিহারাদের মঙ্গল কামনায় কাউন্সিলারের উদ্যোগে পুজোর আয়োজন

ভিডিও/VIDEO
Spread the love


ভাস্কর শর্মা, ফালাকাটা: যোগ্য-অযোগ্যর তালিকা চাই। এই নিয়ে সোমবার থেকে এসএসসি ভবনের বাইরে অবস্থানে বসেছেন চাকরিহারারা। মঙ্গলবারও বিক্ষোভের ঝাঁজ এতটুকুও কমেনি। এই পরিস্থিতিতে এবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলেন আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা (Falakata) পুরসভার এক কাউন্সিলার। তাঁদের পাশে দাঁড়াতে মঙ্গলচণ্ডী পুজোর আয়োজন করলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনোজ সাহা। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়।

কিন্তু হঠাৎ করে কেন এমন উদ্যোগ? কাউন্সিলার মনোজ সাহার কথায়, ‘বিরোধী দলের চক্রান্তে বৈধ এবং যোগ্য বহু শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়িয়েছেন। আমরাও তাই যোগ্যদের চাকরি যাতে ঠিক থাকে, এর জন্য মঙ্গলচণ্ডী পুজোর আয়োজন করলাম। দেবীর আশির্বাদে বৈধদের চাকরি ফেরাতে এদিন ঢালাও প্রসাদ বিতরণও করা হয়।’

পাশাপাশি করা হয়েছে যজ্ঞও। এদিন থানা রোডের তৃণমূলের ওয়ার্ড অফিসের সামনে এই পুজোর আয়োজন করা হয়। রীতিমতো প্যান্ডেল করে, প্রতিমা এনে পুজোর আয়োজন হয়েছিল। ঢাক-বাদ্য সহকারে পুজোর আয়োজন করা হয়। এমনকি পুজোর জায়গায় বৈধ ও যোগ্য চাকরিপ্রার্থীদের মঙ্গল কামনা করে লাগানো হয় ফ্লেক্স। তাতে আবার লেখা ‘সুবিচার হোক…।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *