শামুকতলা : চকোলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দশ বছরের এক শিশুকে ফাঁকা বাড়িতে নিয়ে এসেছিল দুই ভাই। তারপর তার ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। সেই শিশুর পরিবারের তরফে অভিযোগ পেয়ে অবশ্য অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করেছে শামুকতলা থানার পুলিশ। অভিযুক্ত দুজনের বয়স ৪৫ এবং ৫৫ বছর।
নির্যাতিতার বাড়ির লোকজনের অভিযোগ, ওই দুই ভাই আলাদা আলাদাভাবে ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালিয়েছে। তিনদিন আগে ঘটনাটি ঘটেছে। তবে অভিযোগ না জানানোর জন্য দুই ভাই মেয়েটির পরিবারকে চাপ দিচ্ছিল। অবশেষে প্রতিবেশীদের সাহায্যে ওই শিশুটির বাবা মঙ্গলবার সকালে শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানান। তারপর এদিনই দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ, ছোট ভাই প্রথমে মেয়েটির ওপর চড়াও হয়। বাবা-মায়ের আসার আওয়াজ পেয়েই অভিযুক্ত পালিয়ে যায়। শিশুটির বাবা-মা তাকে ঘর থেকে ছুটে পালিয়ে যেতেও দেখেন। তাঁদের সন্দেহ হয়। এরপর সেদিন বিকেলবেলা বড় ভাই একইভাবে ওই মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। এরপরেই ওই শিশুটি কান্নাকাটি করে তার বাবা-মাকে সব কথা বলে।
ওই শিশুটির চিকিৎসা করা এবং তার কাউন্সেলিং করার উদ্যোগ নিয়েছে পুলিশ। আলিপুরদুয়ার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে গোটা বিষয়টি জানানো হয়েছে। শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওই শিশুটির বাবা বলেন, ‘ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ গ্রামের বাসিন্দারাও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।