Alipurduar | অনিয়মিত জল, সমস্যায় প্রায় ৮ হাজার

Alipurduar | অনিয়মিত জল, সমস্যায় প্রায় ৮ হাজার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ভাস্কর শর্মা, ফালাকাটা: টানা সাতদিন ধরে পরিস্রুত জল পাচ্ছেন না আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা (Falakata) শহরের মহাকালপাড়া, সারাদানন্দপল্লির বাসিন্দারা। শুধু তাই নয়, গত তিনদিন ধরে জল বন্ধ বাবুপাড়ার কিছুটা অংশেও। এছাড়াও গোটা শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল পরিষেবা অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। পিএইচই’র ট্যাপকলের পাশাপাশি তো কিছু বাড়িতে পাইপলাইনেও জল সরবরাহের কথা রয়েছে। সেটাও সঠিকভাবে মিলছে না। শুধু দক্ষিণ ফালাকাটা এলাকাতেই প্রায় ৮ হাজার মানুষ পরিস্রুত জলের অনিয়মিত পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন। সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলনের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ।

ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি অবশ্য পিএইচই দপ্তরের পানীয় জল নিয়ে নানা অভিযোগের কথা স্বীকার করেছেন। তাঁর কথায়, ‘এর আগে পিএইচই’র পানীয় জল নিয়ে আমরাই অভিযোগ করেছিলাম। কিছুদিন ভালো পরিষেবা দিত। কিন্তু ফের যদি সমস্যা হয়ে তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলব। শহরের মানুষ যাতে নিয়মিত জল পান তার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এদিকে গোটা বিষয়টি নিয়ে ফালাকাটায় পিএইচই’র দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শশাঙ্ক রায় বলেন, ‘হাটখোলা এলাকায় পুরোনো পাইপে কিছু সমস্যা ছিল। তাই জল পরিষেবায় ব্যাঘাত হয়েছে। তবে আমাদের আশা দু’একদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।’

বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শহরের মহাকালপাড়া, সারদানন্দপল্লি, বাবুপাড়া ও যাদবপল্লির একাংশে জলের সমস্যা সবচেয়ে বেশি। বিশেষ করে মহাকালপাড়া ও সারদানন্দপল্লিতে প্রায় সাতদিন ধরে কলে জল আসছে না। ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা বলছেন, না আছে রাস্তার ধারের কলে জল, না আসছে বাড়িতে দেওয়া পাইপলাইনে জল। সাতদিন ধরে জল না পেয়ে অনেকে দেড়-দু’কিমি দূরে গিয়ে জল সংগ্রহ করছেন। আবার যেসব এলাকায় পিএইচই দপ্তরের ট্যাপকল আছে সেখান থেকেও অনেকে জল সংগ্রহ করছেন। এলাকার বাসিন্দারা রোজ জলের পাত্র হাতে কলের সামনে এসে দাঁড়াচ্ছেন আর জল না পেয়ে তাঁরা হতাশ হয়েই ফিরে যাচ্ছেন।

মহাকালপাড়ার বাসিন্দা পার্থ সূত্রধরের কথায়, ‘আমার বাড়ির সামনে পিএইচই’র ট্যাপকলে প্রায় সাতদিন ধরে জল আসে না। রোজ কয়েকশো লোক এই কল থেকে জল সংগ্রহ করেন। কিন্তু সাতদিন ধরে জল না আসায় বাধ্য হয়ে তাঁরা অন্যত্র যাচ্ছেন। মাঝেমধ্যেই আমরা পানীয় জলের সমস্যায় পড়ছি।’

সারদানন্দপল্লির গৃহবধূ প্রিয়াংকা বর্মন বলেন, ‘কখনও বিকাল চারটার সময় আবার কখনও পাঁচটার পর ট্যাপকল দিয়ে জল আসে। গত সাতদিন ধরে সেটাও বন্ধ। পুরসভা বিষয়টি জেনেও চুপ করে আছে।’

ফালাকাটা নতুন পুরসভা হবার জন্য এখানে এখনও পরিস্রুত জলের জন্য পিএইচই দপ্তরের উপরেই নির্ভর করতে হচ্ছে। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, পিএইচই দপ্তর দীর্ঘদিন ধরেই সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহ করছে না। কোনও এলাকায় দু’দিন জল থাকে তো দশদিন থাকেই না। পাশাপাশি অনেক সময় নোংরা, ঘোলা জলও বের হয় কল দিয়ে। এমনকি বিভিন্ন জায়গায় পাইপলাইনে ফুটো থাকলেও তা সারাই করতে দীর্ঘ সময় নেয় পিএইচই। অনিয়মিত পানীয় জলের পরিষেবা নিয়ে তাই সরব হয়েছেন নাগরিকরা।

ফালাকাটা নাগরিক মঞ্চের আহ্বায়ক বাপন গোপ বলেন, ‘পিএইচই হোক বা পুরসভা, অন্তত জলটা সঠিকভাবে দেওয়া উচিত। কিন্তু সেটা ফালাকাটায় হচ্ছে না। এর দায় পুরসভাকেও নিতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *