সুভাষ বর্মন, পলাশবাড়ি: গত ১৮ থেকে ২১ অগাস্ট কলকাতায় রাজ্য স্তরের হকি প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে আলিপুরদুয়ার জেলার (Alipurduar) অন্তত ১০০ জন স্কুল পড়ুয়া অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে নয়জন মেয়ে ও সাতজন ছেলে সহ মোট ১৬ জন জাতীয় স্তরে হকি খেলার সুযোগ পাচ্ছে। শনিবার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের তরফে আলিপুরদুয়ার জেলার এই ১৬ জন পড়ুয়ার নামের তালিকা প্রকাশ করা হয়৷ এদের মধ্যে ১৫ জনই পলাশবাড়ি এলাকার৷ আরেকজন ফালাকাটার। মোট তিনটি বিভাগে রাজ্যের টিমের হয়ে জাতীয় স্তরে হকি খেলবে এই পড়ুয়ারা।
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের আলিপুরদুয়ার জেলা সেক্রেটারি কৌশিক রায় বলেন, ‘ভালো পরিকাঠামো ও সুযোগসুবিধা না থাকা সত্ত্বেও আমাদের জেলা থেকে এতজন পড়ুয়া জাতীয় স্তরে হকি খেলার সুযোগ পেল। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। তবে জাতীয় স্তরে খেলা কবে হবে, সেই তারিখ এখনও ঘোষিত হয়নি। এখন এই ১৬ জন ভালোভাবে অনুশীলন চালিয়ে যাবে।’
স্কুল গেমস কাউন্সিল সূত্রে খবর, তিনটি বয়সের বিভাগে ছেলে ও মেয়েদের টিম করে খেলা হয়। অনূর্ধ্ব-১৪ বিভাগে মেয়েদের দলে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে পলাশবাড়ির শিলবাড়িহাট আরআর জুনিয়ার বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিখা বর্মন, দীপা দাস ও অষ্টম শ্রেণির মৌমিতা বর্মন। অনূর্ধ্ব-১৭ বিভাগে মেয়েদের দলে সুযোগ পেয়েছে শিলবাড়িহাট হাইস্কুলের নবম শ্রেণির বর্ষা সরকার, সাথী সরকার ও দশম শ্রেণির দহিতা বর্মন, সুবর্ণা সরকার। অনূর্ধ্ব-১৯ মেয়েদের দলে সুযোগ পেয়েছে একাদশ শ্রেণির রূপালি বর্মন ও সংগীতা শর্মা। এই দুজনও শিলবাড়িহাট হাইস্কুলের ছাত্রী।
আর অনূর্ধ্ব-১৪ বিভাগে ছেলেদের দলে সপ্তম শ্রেণির বিক্রম বর্মন, দেবজিৎ বর্মন সুযোগ পেয়েছে৷ অনূর্ধ্ব-১৭ ছেলেদের দলে সুযোগ পেয়েছে নবম শ্রেণির পবন বর্মন। অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলে সুযোগ পেয়েছে নবম শ্রেণির স্নেহাশিস বর্মন, একাদশ শ্রেণির রঞ্জন বর্মন। এরা সবাই শিলবাড়িহাট হাইস্কুলের পড়ুয়া। পারঙ্গেরপাড় হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া পলাশবাড়ির বাসিন্দা অভীক বর্মন ও ভুটনিরঘাট হাইস্কুলের একাদশ শ্রেণির দীপ বর্মন অনূর্ধ্ব-১৯ বিভাগে ছেলেদের দলে সুযোগ পেয়েছে। দীপের বাড়ি ফালাকাটায়। বাকি ১৫ জনের বাড়িই পলাশবাড়ি এলাকায়।
পড়ুয়াদের কোচ সরোজকুমার বসুর কথায়, ‘১৬ জনই ভালো খেলোয়াড়। রাজ্য স্তরে ভালোভাবে খেলেছে। এবার জাতীয় স্তরের জন্য সবাইকে প্রস্তুত করা হচ্ছে।’ সব থেকে বেশি পড়ুয়া শিলবাড়িহাট হাইস্কুলের। স্কুলের প্রধান শিক্ষক পীযূষকুমার রায় বলেন, ‘খেলাধুলোর ক্ষেত্রে সবসময় পড়ুয়াদের উৎসাহিত করা হয়। জাতীয় স্তরে ওদের খেলার সুযোগ মেলায় স্কুলের সুনাম বাড়ল।’