Alia Bhatt | ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলিয়ার প্রাক্তন আপ্তসহায়ক

Alia Bhatt | ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলিয়ার প্রাক্তন আপ্তসহায়ক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ (Embezzlement)। প্রতারণার (Fraud) অভিযোগে গ্রেপ্তার হলেন অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) প্রাক্তন আপ্তসহায়ক (Former private assistant) বেদিকা প্রকাশ শেঠি (Vedika Prakash Shetty)। আলিয়ার ব্যাংক অ্যাকাউন্ট ও তাঁর প্রযোজনা সংস্থার থেকে এই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারিতে অভিনেত্রীর মা সোনি রাজদান জুহু থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করার পরই প্রকাশ্যে আসে বিষয়টি। এরপর প্রতারণা সম্পর্কিত ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত বেদিকার খোঁজ শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার আপ্তসহায়ক হিসেবে কাজ করেছিলেন বেদিকা। এই সময় তিনি অভিনেত্রীর আর্থিক নথি, টাকাপয়সার লেনদেন ও দৈনন্দিন সময়সূচি পরিকল্পনার বিষয়টি দেখতেন। তবে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগাস্টের মধ্যে আর্থিক প্রতারণাটি করেছেন তিনি। তদন্তে জানা গিয়েছে, আলিয়ার ভ্রমণ, মিটিং এবং অন্যান্য কাজের খরচ সংক্রান্ত ভুয়ো বিল তৈরি করেছিলেন বেদিকা। তারপর তাতে অভিনেত্রীকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন। পেশাদার সফটওয়্যার ব্যবহার করে এই ভুয়ো বিলগুলিকে তৈরি করতেন বেদিকা। যাতে সেগুলিকে দেখে একদম আসলই মনে হয়। আলিয়া বিলগুলিতে সই করার পর টাকাগুলি প্রথমে নিজের বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করতেন বেদিকা। তারপর সেগুলি ঘুরপথে নিজের অ্যাকাউন্টে পাঠাতেন। এমনকি আলিয়ার সই জাল করারও অভিযোগ রয়েছে বেদিকার বিরুদ্ধে। সব মিলিয়ে মোট ৭৬.৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে অভিনেত্রীর প্রাক্তন আপ্তসহায়কের বিরুদ্ধে।

আলিয়ার মা পুলিশে অভিযোগ দায়ের করার পরেই পালিয়ে যান বেদিকা। সেই সঙ্গে বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন তিনি। প্রথমে রাজস্থান, তারপর কর্ণাটক, পুনে এবং ফের বেঙ্গালুরুতে লুকিয়ে ছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে বেদিকাকে গ্রেপ্তার করে জুহু পুলিশ। তারপর তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বইতে নিয়ে আসা হয়। গত ৮ জুলাই তাঁকে আদালতে হাজির করা হয়। আগামী ১০ জুলাই পর্যন্ত বেদিকাকে পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *