উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আকাশদীপ ও বেন ডাকেটের মধ্যেকার বিবাদ ঘিরে সরগরম হয়ে উঠেছিল ওভাল টেস্ট। ডাকেটকে আউট করার পরে তাঁর কাঁধে হাত রেখে কার্যত তাঁকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন আকাশদীপ। সেই সময় বেশ শোরগোল পড়ে গিয়েছিল এই বিষয়টি নিয়ে। কিন্তু সেদিন ডাকেটের কাঁধে হাত দিয়ে তাঁর কানে কী বলেছিলেন ভারতীয় পেসার? এতদিনে প্রকাশ্যে এল সেই তথ্য।
একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে আকাশদীপ জানান, ‘সে দিন ডাকেট চেষ্টা করছিল আমার লাইন-লেংথ নষ্ট করে দিতে। সুইপ, রিভার্স সুইপের মতো অন্য ধরনের শট খেলছিল। তখনই ও আমাকে এসে বলেছিল, ওটা ওর দিন। আমি ওকে আউট করতে পারব না।”
এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কী বলেছিলেন ডাকেটের কাধে হাত রেখে? উত্তরে আকাশদীপ বলেন, “আমাদের খুব বেশি রান ওঠেনি। তাই ওকে আউট করার পর গিয়ে বলেছিলাম, কখনও তুমি ফস্কাবে আর আমি উইকেট পাব। সব সময় তুমি জিততে পারবে না। এ বার আমি জিতেছি। আসলে ও আমাকে যে কথাটা বলেছিল, আমি সেটাই ফিরিয়ে দিয়েছিলাম। পুরোটাই হয়েছে ক্রিকেটীয় সংস্কৃতি মেনে।”