Ajinkya Rahane | এশীয় যুদ্ধে রাহানের বাজি সূর্য

Ajinkya Rahane | এশীয় যুদ্ধে রাহানের বাজি সূর্য

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মুম্বই: ছন্দেই রয়েছে ভারতীয় টি২০ দল। রোহিত শর্মার থেকে নেতৃত্বের ব্যাটন সূর্যকুমার যাদবের হাতে গেলেও ধারাবাহিকতায় ছেদ পড়েনি। যদিও ইদানীং সূর্যের ব্যাটে চেনা তেজ কিছুটা উধাও। গত কয়েকটা সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না ভারতীয় দলের ‘মিঃ ৩৬০ ডিগ্রি’। যদিও আজিঙ্কা রাহানের বাজি সেই সূর্যই। বিশ্বাস, এশিয়া কাপ হতে চলেছে স্কাইয়ের।

রাহানের মতে, গত টি২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। আইপিএলে ৭১৭ রান করে সমস্ত সংশয় দূর করে দিয়েছেন সূর্য। দাপটটা এশীয় সেরার যুদ্ধেও বজায় থাকবে বলেই মনে করেন সূর্যের মুম্বই রনজি ট্রফি দলের সতীর্থ রাহানে। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজ ভালো যায়নি ওর। তবে আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন। পাঁচটি হাফ সেঞ্চুরি সহ লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও।’

অস্ত্রোপচারের পর মাঠে ফিরবেন সরাসরি এশিয়া কাপে। ফলে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার বাড়তি চ্যালেঞ্জও থাকবে। সঙ্গে নেতৃত্বের ভার। বলার কথা, অধিনায়ক হওয়ার পর ব্যাটার সূর্যের পারফরমেন্স গ্রাফ নিম্নমুখী। ১৫টি ম্যাচে মাত্র ২৫৮ রান। ব্যাটিং গড় ১৯-এরও কম, যা সূর্যকুমারসুলভ নয়।

রাহানে অবশ্য আস্থা রাখছেন সূর্যের ওপর। পালটা দাবি, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব ভালো খেলার রসদ জোগাবে। বলেছেন, ‘আমরা জানি সূর্য কতটা বিপজ্জনক টি২০ ফর্ম্যাটে। এখন দেখার অস্ত্রোপচারের পর ওর ফেরা কতটা দাপটের সঙ্গে হয়। অধিনায়কের দায়িত্বও বেশ ভালোভাবে সামলাচ্ছে ও। অত্যন্ত সক্রিয়। অতীতে সাফল্য পেয়েছে। তবে আমার ধারণা, এশিয়া কাপে সবার চোখ থাকবে ব্যাটার সূর্যর দিকে।’

২০২২ সালে শেষ এশিয়া কাপে মোটামুটি সফল। পাঁচ ম্যাচে ৩৪.৭৪ গড়ে ১৩৯ রান করেন। স্ট্রাইক রেট ১৬৩.৫২। হংকংয়ের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাজিত ৬৮। এবার? রাহানের আস্থা, সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারেন কি না সূর্য, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *