উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী বিমান। ওড়ার পাঁচ মিনিটের মাথায় বিমানটি ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিকেল কলেজের হস্টেলের ছাঁদে। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন হস্টেলের ১০ জন ডাক্তারি পড়ুয়া। তাঁদের মধ্যে চার জন ডাক্তারি পড়ুয়া, ছ’জন পড়ুয়াদের আত্মীয়। শুক্রবার এমনটাই জানিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ)। তবে এই ঘটনায় আহত হয়েছেন হস্টেলের অনেকেই। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তবে সেই সংখ্যাটা কত তা প্রকাশ করেনি এফএআইএমএ।
আহমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিকেল কলেজের হস্টেলের একেবারের উপরের তলায় রয়েছে পড়ুয়াদের খাবারের ক্যান্টিন। বৃহস্পতিবার দেড়টা নাগাদ সেখানে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া ও তাঁদের পরিবারের লোকেরা। সে সময় বাড়িটির উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ‘অভিশপ্ত’ বিমান। মৃত্যু হয় হস্টেলের ১০ জন ডাক্তারি পড়ুয়া। তাঁদের মধ্যে চার জন ডাক্তারি পড়ুয়া, ছ’জন পড়ুয়াদের আত্মীয়। এই দুর্ঘটনায় ক্যান্টিনের বিধ্বস্ত চিত্র দেখা যায়। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল খাবার। তছনছ হয়ে গিয়েছে হস্টেলের মেস। ভেঙে গিয়েছে দেওয়াল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই এলাকায় আহত প্রায় ৬০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার হাসপাতালে তাঁদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।