উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ইন্দোরগামী বিমানে আগুন। দিল্লি থেকে ওড়ার কিছুক্ষণ পরই আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে। তার পর বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তাঁরা সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন বিমান সংস্থার মুখপাত্র।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানকর্মীরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয় মাঝ আকাশেই। তবে বাঁ দিকের ইঞ্জিনটি সচল ছিল। এরপর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে। কেন ইঞ্জিনে সমস্যা হল, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ওই বিমানের যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’