উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এয়ার ইন্ডিয়ার উড়ানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল। সেটির বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আপাতত কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে বিমানটি। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটি সোমবার রাত পৌনে ১টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কলকাতা থেকে রাত ২টা নাগাদ বিমানটির মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের বাঁ দিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। ভোর ৫টা ২০ নাগাদ যাত্রীদের বিমান থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। পাইলট ঘোষণা করেন, সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঞ্জিনের সমস্যা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ওড়ার মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন ছিলেন। তার মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। একজন মাত্র যাত্রী বরাতজোরে বেঁচে গিয়েছেন।