Air India 171 | জমা পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট, জনসমক্ষে প্রকাশ চলতি সপ্তাহেই!

Air India 171 | জমা পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট, জনসমক্ষে প্রকাশ চলতি সপ্তাহেই!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এয়ার ইন্ডিয়া ১৭১ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। শীর্ষ সরকারি কর্মকর্তারা এই খবরটি নিশ্চিত করেছেন। এই রিপোর্টটি দুর্ঘটনার প্রাথমিক মূল্যায়ন এবং তদন্তের প্রথম দিকের সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলেই জানা গিয়েছে।

কর্মকর্তারা এও জানিয়েছেন, এই সপ্তাহের শেষের দিকে রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে। যদিও প্রাথমিক রিপোর্টের বিষয়বস্তু এখনও জানা যায়নি, তবে মনে করা হচ্ছে এতে দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে।গত ১২ জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ানের মাত্র ৩২ সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্য (যার মধ্যে ১০ জন কেবিন ক্রু এবং দুই পাইলট ছিলেন) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় শুধুমাত্র একজন ব্যক্তি, যিনি ১১এ আসনে বসেছিলেন, তিনি প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার এক সপ্তাহ পর, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ফ্লিটের অন্তত তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট মুম্বইয়ে দুর্ঘটনার সম্ভাব্য পরিস্থিতি পুনর্গঠনের চেষ্টা করেছিলেন। পাইলটরা এমন বৈদ্যুতিক ত্রুটি অনুকরণ করার চেষ্টা করেন যা দ্বৈত-ইঞ্জিন ফ্লেম-আউটের কারণ হতে পারে, যার ফলে ওড়ার পর বিমানটির উচ্চতা বৃদ্ধিতে সমস্যা দেখা দিয়ে থাকতে পারে। তবে, তাঁদের এই প্রচেষ্টা সফল হয়নি বলেই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *