AI | এআই-এর কারণে চাকরি হারাতে পারেন ৯৯% কর্মী! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

AI | এআই-এর কারণে চাকরি হারাতে পারেন ৯৯% কর্মী! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে প্রযুক্তি বিশ্বে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমনি বাড়ছে গভীর উদ্বেগ। বিশেষ করে চাকরির বাজারের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্কবাণী শোনা যাচ্ছে বিশ্বজুড়ে। সম্প্রতি, লুইসভিল বিশ্ববিদ্যালয়ের (College of Louisville) কম্পিউটার সায়েন্সের অধ্যাপক রোমান ইয়াম্পোলস্কি (Roman Yampolskiy) এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ৯৯ শতাংশ কর্মী তাঁদের চাকরি হারাতে পারেন। তাঁর মতে, এমন এক পৃথিবীতে আমরা প্রবেশ করছি যেখানে বেকারত্বের হার এমন পর্যায়ে পৌঁছাবে যা আগে কখনও দেখা যায়নি।

‘দ্য ডায়েরি অফ এ সিইও’ পডকাস্টে রোমান ইয়াম্পোলস্কি জানান, ২০২৭ সালের মধ্যেই ‘কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা’ (AGI) চলে আসার সম্ভাবনা রয়েছে। এরপর মাত্র তিন বছরের মধ্যে চাকরির বাজার ভেঙে পড়বে, কারণ তখন মানুষের কাজ করার প্রয়োজন ফুরিয়ে যাবে। ইয়াম্পোলস্কির মতে, এমন পরিস্থিতিতে সফটওয়্যার ডেভেলপার বা ‘প্রম্পট ইঞ্জিনিয়ার’-এর মতো পেশাও নিরাপদ থাকবে না। একটি মাত্র ২০ ডলারের সাবস্ক্রিপশন বা একটি বিনামূল্যের মডেলই একজন কর্মীর কাজ করে ফেলতে পারবে। কম্পিউটারের সমস্ত কাজ স্বয়ংক্রিয় হওয়ার পর, মাত্র পাঁচ বছরের মধ্যে হিউম্যানয়েড রোবট বা মানবাকৃতির রোবটগুলি শারীরিক শ্রমের সমস্ত কাজও দখল করে নেবে।

এই আশঙ্কার কথা কেবল ইয়াম্পোলস্কিই একা বলছেন না। অ্যানথ্রপিকের (Anthropic) সিইও ডারিও অ্যামোডি গত মে মাসে হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ শতাংশ হোয়াইট-কলার বা পেশাদার কাজ এআই-এর কারণে বিলুপ্ত হতে পারে।

একইভাবে, গুগলের প্রাক্তন চিফ বিজনেস অফিসার মো গাউদাতের (Mo Gawdat) মতে, ২০২৭ সাল থেকেই এক “দুঃস্বপ্ন” বা “নরক”-এর সূচনা হবে, যখন এআই হোয়াইট-কলার চাকরিগুলো গ্রাস করতে শুরু করবে। তিনি নিশ্চিত, সফটওয়্যার ডেভেলপার, সিইও এমনকি পডকাস্টাররাও এর থেকে রেহাই পাবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *