উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে মেঘানিগরে ভেঙে পড়েছে (Ahmedabad Airplane Crash) এয়ার ইন্ডিয়ার (Air India) AI171 বিমান। বিমানে সওয়ার ২৩০ জন যাত্রী সহ ২৪২ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিমানটি ভেঙে পড়ায় লোকালয়ে থাকা বেশকিছু বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। টেক অফ করার পর মাত্র ১৯ মিনিট বিমানটি ভাসমান ছিল। ৬২৫ কিলোমিটার উচ্চতা অবধি উঠতে পেরেছিল বিমানটি। দৃশ্যতই উপরে ওঠার পরিবর্তে টলমল করছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। ক্রমশ নেমে যাচ্ছিল নীচে। খালি চোখে হলেও বোঝা যাচ্ছিল যে বিমান নিয়ন্ত্রণে নেই।
বিমানের সামনের দিকটা উপরের দিকে উঠে গিয়ে লেজের দিক ক্রমশ নীচের দিকে নেমে যেতে থাকল। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে মে’ডে কল করে আপৎকালীন বার্তা পাঠান পাইলট। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে আর বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রায় সঙ্গে সঙ্গেই বিমানটি আছড়ে পড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করে পরীক্ষা করার পরই দুর্ঘটনার কারণ বোঝা সম্ভব হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বিমানে কোনও যান্ত্রিক গোলোযোগ থাকতে পারে।