উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১২ জুন আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ (Ahmedabad Airplane Crash)। যাত্রী ও ক্রু সহ বিমানে থাকা ২৪১ জনের মৃত্যু হয়। প্রাণে বেঁচে যান মাত্র ১ জন। এছাড়া সেদিন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনও দুর্ঘটনায় প্রাণ হারান। সেই ঘটনার ঠিক এক মাসের মাথায় শনিবার সামনে এল দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এয়ার ইন্ডিয়া। রিপোর্ট প্রাপ্তির কথা স্বীকার করে তারা জানিয়েছে, যেহেতু এখনও তদন্ত চলছে, তাই তারা এখনই কোনও নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করবে না।
এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘এই দুর্ঘটনায় ক্ষতির জন্য শোকপ্রকাশ করছে এয়ার ইন্ডিয়া। এই কঠিন সময়ে সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজ, ১২ জুলাই এএআইবি কর্তৃক প্রকাশিত দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টটি আমরা পেয়েছি। এএআইবি এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে তদন্তের অগ্রগতির জন্য আমরা সমস্তরকম সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।’
Air India stands in solidarity with the households and people affected by the AI171 accident. We proceed to mourn the loss and are totally dedicated to offering help throughout this tough time.
We acknowledge receipt of the preliminary report launched by the Plane Accident…
— Air India (@airindia) July 11, 2025
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ ১৫ পাতার একটি রিপোর্ট পেশ করেছে। তাতে মূল কারণ হিসেবে উঠে এসেছে টেকঅফের পরই বিমানের দু’টি ইঞ্জিনের একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা। শেষ মুহূর্তে বিমানের পাইলটদের মধ্যে হওয়া কথোপকথনেও মিলেছে বড় তথ্য।
গত ১২ জুন আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১। বিমানটি আহমেদাবাদে থেকে গ্যাটউইকের উদ্দেশে রওনা হয়েছিল। ভারতে গত ৩ দশকে এতবড়ো অসামরিক বিমান দুর্ঘটনা হয়নি। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-র নিয়ম অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলিকে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হয়। ভারত সেই সদস্য রাষ্ট্রগুলির অন্তর্ভুক্ত। সেই নিয়মে রিপোর্ট প্রকাশের কথা ছিলই। এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (Plane Accident Investigation Bureau) এই সপ্তাহেই সংসদীয় কমিটিকে রিপোর্ট প্রকাশের কথা জানায়। সেই মতোই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।