নয়াদিল্লি : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কিনারা করতে রাষ্ট্রসংঘের সাহায্য নিতে অস্বীকার করল ভারত। চলতি সপ্তাহের গোড়ায় রাষ্ট্রসংঘের অ্যাভিয়েশন এজেন্সি এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তে সাহায্য করার ইচ্ছাপ্রকাশ করেছিল। অভিশপ্ত বিমানের ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধারে বিলম্ব দেখে ওই কথা জানিয়েছিল তারা। কিন্তু ভারতের তরফে পত্রপাঠ রাষ্ট্রসংঘের ইচ্ছায় জল ঢেলে দেওয়া হয়। এর আগে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) ২০১৪ সালের মালয়েশিয়ায় এবং ২০২০ সালে ইউক্রেনের বিমান দুর্ঘটনায় সহযোগিতা করেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আহমেদাবাদের ক্ষেত্রেও তদন্তকারীদের সাহায্য করতে চেয়েছিল তারা। সেই কারণে ভারতের তদন্তকারীদের থেকে তদন্ত কতটা এগিয়েছে তা জানতে চায় আইসিএও। কিন্তু ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) সেই প্রস্তাব মানতে অস্বীকার করে।
এরই মধ্যে বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই কারণে ভারত আহমেদাবাদ দুর্ঘটনার তদন্তে আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব খারিজ করে দিয়েছে। সূত্রটি জানিয়েছে, আইসিএও তদন্তের কাজে নিজেদের প্রতিনিধিদের পাঠাতে চেয়েছিল। নজরদারি চালাতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে অনুমতি দেয়নি। এই তদন্তে কোনও আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইছে না কেন্দ্র। এমনকি ব্ল্যাকবক্সের তথ্যও বিদেশি কোনও এজেন্সিকে দিতে চাইছে না নয়াদিল্লি। তবে একইসঙ্গে আহমেদাবাদের দুর্ঘটনার তদন্তে রাষ্ট্রসংঘ কেন আগ্রহ দেখাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত।