Ahmedabad Aircraft Crash | ‘ভারতেই রয়েছে’, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ বিদেশে পাঠানোর জল্পনা ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

Ahmedabad Aircraft Crash | ‘ভারতেই রয়েছে’, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ বিদেশে পাঠানোর জল্পনা ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শুরুতেই আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Ahmedabad Aircraft Crash)। উড়ানের কিছুক্ষণের মধ্যেই মেঘানিনগরে ভেঙ্গে পড়েছিল সেটি। ওই বিমানটির ব্ল্যাক বক্স (Black field) উদ্ধারের পর তদন্তের জন্য সেটি ভারতেই পরীক্ষানিরীক্ষা করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং এফআইসিসিআইয়ের উদ্যোগে একটি কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী (Civil Aviation Minister) কে রামমোহন নায়ডু (Okay Rammohan Naidu)।

মূলত দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পরই কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পরীক্ষানিরীক্ষার জন্য ব্ল্যাক বক্সটি বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে। সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সমস্ত জল্পনা উড়িয়ে নায়ডু বলেন, ‘এটি সম্পূর্ণ জল্পনা। ব্ল্যাক বক্সটি ভারতেই রয়েছে এবং বর্তমানে এএআইবি তদন্ত করছে।’ ব্ল্যাক বক্সের তথ্য কখন উদ্ধার করা হবে, সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি একটি অত্যন্ত প্রযুক্তিগত বিষয়। এএআইবি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।’

প্রসঙ্গত, গত ১২ জুন মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরও মৃত্যু হয় এই ঘটনায়। বিমানটি লোকালয়ে ভেঙে পড়ায় সেখানেও প্রাণ হারান অনেকে। এরপর গত ১৩ জুন ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়। মূলত বিমানের উড়ানের পর থেকে যাবতীয় তথ্য রেকর্ড করে ব্ল্যাক বক্স নামক ডিভাইসটি। ককপিটে পাইলটের কথোপকথনও রেকর্ড থাকে এটিতে। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *