উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে এসে গেল ‘অগ্নি প্রাইম’(Agni Prime) ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার সফল উৎক্ষেপণ হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের। ওডিশার চাঁদিপুর থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ-পরীক্ষা হয়।
ডিআরডিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বৃহস্পতিবার ২,০০০ কিমি পাল্লার এই পারমাণবিক-সক্ষম ক্ষেপণাস্ত্রটি ভারতের রেলওয়ে লাইনের ওপর চলমান বিশেষ লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়। এর ফলে ভারত রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চিনের সঙ্গে এক বিরল দেশের তালিকায় স্থান পেল।
রেলভিত্তিক লঞ্চার ব্যবহার করার সুবিধা হল দেশের যে কোনও দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র(Agni Prime) ছোড়া সম্ভব। একইসঙ্গে এড়িয়ে যাওয়া যায় শত্রু উপগ্রহের চোখও। বিশেষ করে ট্রেন লাইনে থাকা সুড়ঙ্গের কাছাকাছি জায়গা থেকে ছুড়লে একেবারে হতভম্ব করে আঘাত হানা যায় লক্ষ্যবস্তুর ওপর। তবে এর সীমাবদ্ধতাও রয়েছে। মুশকিলটা হল, রেললাইন ছাড়া এই ক্ষেপণাস্ত্র ছোড়া যায় না। যেখানে রেললাইন নেই, সেখানে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রও একেবারে অকেজো।