উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানি সেনা ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান ভূখণ্ডে। এমন চাঞ্চল্যকর অভিযোগটি করা হয়েছে তালিবান সরকারের তরফে। তাদের অভিযোগ, আফগানিস্তানের নানগরহর এবং খোস্ত প্রদেশে পাকিস্তানি সেনা ড্রোন হামলা চালানোয় ৩ নিরীহ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলেও খবর রয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার রাতে নানগরহর প্রদেশের বসতি এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়। এতে সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে বোমা পড়ে। ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে হামলার কারণ জানা না গেলেও স্থানীয় সূত্র জানায়, ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (TTP) এবং হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর সদস্যদের ওপর এই হামলা চালানো হয়। এই ঘটনার দায় সরাসরি পাকিস্তানের ঘাড়েই চাপিয়েছে তালিবান সরকার।
যদিও পাকিস্তান এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে তালিবান বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সেনা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ডুরান্ড লাইনের কাছে সাধারণ নাগরিকদের উপর বোমা হামলা চালিয়েছে। তালিবান সরকার এটিকে আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন এবং একটি উস্কানিমূলক কাজ হিসেবেই দেখছে। এই ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন কাজের’ পরিণাম ভুগতে হতে পারে বলেও ইসলামাবাদকে সতর্ক করা হয়েছে।
এই ঘটনার দরুন কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তালিবান বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টিটিপি-র সঙ্গে পাকিস্তানি সেনার সংঘর্ষ চলছে। টিটিপি-র বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযান চালাতে দেখা যায় পাকিস্তানি বাহিনীকে। সম্প্রতি টিটিপি-র ডেরায় হামলা চালাতে গিয়ে নিজেদের ভূখণ্ডেই অসামরিক পশতুন জনবসতিতে বোমা ফেলেছিল পাকিস্তানি ড্রোন। এতে ২২ জন গ্রামবাসী আহত হন, যাদের মধ্যে সাতজন শিশু এবং কয়েকজন মহিলাও ছিলেন।