উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগ (AFC Ladies’s Champions League)-এর মুলপর্বে উঠে গেল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। এদিন হংকংয়ের কিটচি এফসির বিরুদ্ধে ১-১ ফলাফলে ড্র করে লাল-হলুদ ব্রিগেড। তবে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েই মূলপর্বে যাওয়ার ছাড়পত্র পেয়ে যায় তাঁরা। এর আগে কম্বোডিয়ার নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল লাল-হলুদ শিবির।
এদিন ম্যাচ শুরুর ৯ মিনিটেই সঙ্গীতা বাসফোরের গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। এরপর ম্যাচে ফেরার পালটা লড়াই শুরু করে হংকংয়ের ক্লাবটি। কিন্তু ইস্টবেঙ্গল গোলকিপারের তৎপরতায় বিরতিতে যাওয়ার সময়ও ১ গোলে এগিয়ে ছিল লাল হলুদ শিবির। দ্বিতীয়ার্ধে খেলার ৫৯ মিনিটে হো মুই মেইয়ের গোলে সমতা ফেরায় কিটচি। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। তবে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে পা রাখতে কোনও অসুবিধা হয়নি ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডের।