Adhir Ranjan Chowdhury | ফের কংগ্রেসের গুরুদায়িত্বে অধীর, কোন পদে ফিরলেন প্রাক্তন সাংসদ?

Adhir Ranjan Chowdhury | ফের কংগ্রেসের গুরুদায়িত্বে অধীর, কোন পদে ফিরলেন প্রাক্তন সাংসদ?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের কংগ্রেসের গুরুদায়িত্বে এলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। গত লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে তৃণমূল প্রার্থী ইরফান পাঠানের কাছে পরাজয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরানো হয় অধীরকে। পদে আসেন শুভঙ্কর সরকার। তখনই কট্টর মমতা বিরোধী অধীরের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে বলে জল্পনা শুরু হয়েছিল। কংগ্রেস ও তৃণমূল কাছাকাছি এলে অধীর রাজনীতিতে আরও গুরুত্বহীন হয়ে পড়বেন বলেও মনে করা হচ্ছিল। কিন্তু শনিবারই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অধীর রঞ্জন চৌধুরীকে পুনর্বাসন দিয়েছে কংগ্রেস। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot), ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) ও অধীর চৌধুরিকে বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Meeting elections) জন্য সিনিয়র পর্যবেক্ষক (Senior observer) হিসেবে নিযুক্ত করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জরুরি ভিত্তিতে এই নিয়োগ করা হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। এআইসিসির সাধারণ সম্পাদক কে বেণুগোপাল এক বিবৃতিতে জানিয়েছেন, কংগ্রেস সভাপতি বিহারের বিধানসভা নির্বাচনের আগে জেলাভিত্তিক পর্যবেক্ষক হিসেবে সারা দেশ থেকে ৪১ জন নেতার নামের তালিকায় অনুমোদন দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *