Actuality Present | জনপ্রিয় রিয়েলিটি শো’য়ে রদবদল! অমিতাভের বদলে কি তবে এবার সলমন?

Actuality Present | জনপ্রিয় রিয়েলিটি শো’য়ে রদবদল! অমিতাভের বদলে কি তবে এবার সলমন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, জনপ্রিয় রিয়েলিটি শো (Actuality Present) কেবিসি’র (KBC) সিজন-১৭’তে নাকি থাকছেন না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাঁর জায়গায় হোস্ট করবেন সলমন খান (Salman Khan)। নতুন ভূমিকায় দেখা যাবে সলমনকে। যদিও সোনি টিভির ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টু’ডেকে জানিয়েছে, এই খবরটি সম্পূর্ণ গুজব। এই ধরনের কোনও আলোচনা হয়নি।

প্রসঙ্গত, ২০০০ সালে শুরু হয়েছিল জনপ্রিয় এই রিয়েলিটি শো’টি। প্রথম সিজন থেকেই সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন। যদিও মাঝে একটি সিজনে তাঁর বদলে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে সেই সিজন সেভাবে না জমায় পরবর্তী মরশুম থেকে ফের সঞ্চালকের ভূমিকায় ফেরেন বিগ-বি। তারপর থেকে টানা সবগুলি সিজন তিনিই করে আসছেন। কাজেই এই খবরটি ছড়িয়ে পড়া মাত্রই জোর চর্চা শুরু হয় সর্বত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *