Acharyakulam Excessive Faculty | সেরার দৌড়ে আচার্যকুলম

Acharyakulam Excessive Faculty | সেরার দৌড়ে আচার্যকুলম

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হরিদ্বার: যোগ, আয়ুর্বেদের পর এবার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পতঞ্জলি। স্বামী রামদেব এবং আচার্য বালকৃষ্ণ প্রতিষ্ঠিত পতঞ্জলির অধীন আচার্যকুলম হাইস্কুলের (Acharyakulam Excessive Faculty) শিক্ষার্থীরা এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। একাধিক পরীক্ষার্থী বিষয়ভিত্তিক পূর্ণমান ১০০-র মধ্যে ১০০ পেয়ে সেরার তালিকায় নাম তুলেছে। এই বছর মাধ্যমিক পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র অথর্ব ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। ৯৮ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ধ্রুব। তৃতীয় স্থানে থাকা সানিয়া সেজালের প্রাপ্ত নম্বর ৯৭.৮ শতাংশ। ৯৭.৬ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ অংশুমান। কানহাইয়া কুমার ৯৭.৪ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। এই পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার ১০০ শতাংশ। আচার্যকুলমের ১৫৩ জন শিক্ষার্থীর গড় নম্বর ৮৬.৩ শতাংশ।

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগে গড় নম্বর যথাক্রমে ৮৩.৫৯ শতাংশ, ৯০.৬৪ শতাংশ এবং ৯০.৮৫ শতাংশ। ৩ বিভাগে প্রথম স্থানাধিকারীরা হল সিদ্ধেশ (৯৯ শতাংশ), আর্যমান (৯৮.৬ শতাংশ) এবং রিধিমা (৯৮ শতাংশ)। সংশ্লিষ্ট বিভাগগুলির ৯৭ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। প্রাপ্ত গড় নম্বর ৮৮.৩৮ শতাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *