ABVP | লক্ষ্য শক্তিবৃদ্ধি, ক্যাম্পাস চলো কর্মসূচি এবিভিপি’র

ABVP | লক্ষ্য শক্তিবৃদ্ধি, ক্যাম্পাস চলো কর্মসূচি এবিভিপি’র

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে কলেজ, বিশ্ববিদ্যালগুলিতে সংগঠন তৈরি করার কাজ উত্তরবঙ্গ থেকেই শুরু করতে চাইছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ওই লক্ষ্যে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে এবিভিপি ‘ক্যাম্পাস  চলো’ অভিযান শুরু করবে। শনিবার শিলিগুড়িতে ছাত্র সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণকারী কমিটির কেন্দ্রীয় কর্মসমিতির দু’দিনের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকেই ক্যাম্পাস চলো অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠন সূত্রে খবর, অভিযানে রাজ্যের শিক্ষাঙ্গনে নারী নির্যাতন থেকে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির মতো বিযয়গুলি তুলে ধরা হবে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এবিভিপি নেতৃত্ব যাতে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঝাঁপিয়ে পড়ে, সেই পরামর্শ বালুরঘাটের সাংসদ সুকান্ত দিয়েছেন। তবে এবিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাননি।

রাজ্যের সিংহভাগ কলেজে এবিভিপি’র সংগঠন নেই। সংগঠন তৈরি করতে গিয়ে এবিভিপিকে শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির বাধার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে সংগঠন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে এবিভিপি’র মাটি কিছুটা শক্ত। এবিভিপি’র কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, ‘সংগঠন তৈরির ক্ষেত্রে তৃণমূলের ছাত্র সংগঠনের বাধার মুখে পড়লে আমরাও জবাব দেব। কোথাও এক ইঞ্চি জমি ছাড়া হবে না। টিএমসিপি’র অত্যাচারে শিক্ষাঙ্গন অতিষ্ঠ। সে কারণে টিএমসিপি’র বিরুদ্ধে লড়াই করতে পড়ুয়াদের নিয়ে আমরা সংগঠন তৈরি করছি।’

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি রাজশরণ শাহি, সাধারণ সম্পাদক ডাঃ বীরেন্দ্র সিং সোলাঙ্কি ও আশিস চৌহান প্রমুখ। বিভিন্ন রাজ্যের সংগঠন সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বীরেন্দ্র বলেন, ‘বাংলায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তৃণমূলের নেতারা যুক্ত। একটি সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের ওপর আক্রমণ করছে। তাতেও তৃণমূল রয়েছে। এই ধরনের ঘটনা রুখতে পুলিশ প্রশাসন ব্যর্থ। প্রতিটি ঘটনার পেছনে তৃণমূলের প্রত্যক্ষ মদত রয়েছে। এর বিরুদ্ধে কী করে লড়াই হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *