উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এবার নজির গড়লেন ভারতীয় দলের ক্রিকেটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। আইসিসি (ICC) টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে। তাতে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে (Travis Head) টপকে শীর্ষ স্থানে উঠে এসেছেন অভিষেক শর্মা।
তিনি ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেন ২০২৪ সালের জুলাই মাসে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার এক বছরের মধ্যে আইসিসির তালিকায় শীর্ষস্থান দখল করলেন অভিষেক। ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পর আইসিসির তালিকায় শীর্ষস্থান দখল করলেন অভিষেক।
তালিকায় অভিষেকের রেটিং ৮২৯। ৮১৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন হেড। তৃতীয় স্থানে রয়েছেন আরও এক ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা। তাঁর রেটিং ৮০৪। ৭৩৯ রেটিং নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে রয়েছেন টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ৬৭৩ রেটিং নিয়ে নতুন তালিকায় দু’ধাপ পিছিয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি রয়েছেন ১১ নম্বরে।
নতুন তালিকায় প্রথম দশে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কোনও ক্রিকেটার নেই।