উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা নিয়ে শনিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক (Digital assembly) করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই বৈঠকে ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
এদিনের বৈঠকে জেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে। অভিষেক নির্দেশ দিয়েছেন, আগামী ৫ দিনের মধ্যে জেলা কমিটি গঠন করা হবে। ২০ মার্চের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করার কথা জানিয়েছেন তিনি। ব্লক স্তর, টাউন স্তর, পঞ্চায়েত স্তর, ওয়ার্ড স্তর, বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরি হবে। বাড়ি গিয়ে নথি পরীক্ষা করা হবে। পঞ্চায়েত স্তরে এই কমিটির নাম হবে ‘পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার’। টাউন স্তরে নাম হবে ‘টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার’। আগামী ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। ১৪ এপ্রিল পর্যন্ত একটানা পরপর কমিটি গঠন হবে। মাঝে ১৫ এপ্রিল পয়লা বৈশাখ বাদ দিয়ে ১৬ এপ্রিল থেকে ফের কাজ শুরু হবে। সারা বছর এই কাজ চলবে। কোথাও সন্দেহজনক কিছু মনে হলেই নেওয়া হবে প্রশাসনিক পদক্ষেপ।
শনিবার ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে এই বৈঠকের ডাক দিয়েছিলেন অভিষেক। বিকেল সাড়ে চারটে নাগাদ একসঙ্গে বৈঠকে যোগ দিতে হাজির হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি। রাজ্যজুড়ে দলের জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সব সদস্য এবং কলকাতা সহ সকল পুরসভার সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে সংখ্যাটা ছিল প্রায় সাড়ে চার হাজার।