উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় কারচুপি হয়ে থাকলে, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা ভোটও এই গরমিল সহ ভোটার তালিকার ভিত্তিতেই হয়েছে। আর তা থেকেই নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও। তাই ভোটার তালিকায় গরমিল থাকলে গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভারও ইস্তফা দেওয়া উচিত বলে মত অভিষেকের।
মঙ্গলবার সকালে কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ অভিষেক। সেখানে দাঁড়িয়ে সোমবার এসআইআরের (SIR) বিরোধিতায় নির্বাচন কমিশন দপ্তরে (Election Fee) বিরোধীদের কর্মসূচিতে অশান্তির তীব্র নিন্দা করেন। এরপরই তিনি বলেন, ‘আচ্ছা, আমি ধরে নিলাম কমিশনের কথামতো ভোটার তালিকায় গড়মিল রয়েছে। সেক্ষেত্রে তো তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। তাঁর নেতৃত্বেই গত বছর নির্বাচন লোকসভা ভোট হয়েছে। আর সেই ভোটার তালিকায় গড়মিল থাকলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে হবে।’
এরপরই প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভার পদত্যাগের দাবি তুলে তিনি বলেন, ‘গরমিল থাকা ভোটার তালিকায় মাধ্যমেই তো গত বছর কেন্দ্রের সরকার নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও নির্বাচিত হয়েছেন। সেটা তো অবৈধ হয়ে যায়। তাহলে ওই তালিকার ভিত্তিতে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা আগে পদত্যাগ করুন। তাহলেই সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি আমার কথাও বলছি। বিজেপি শুরু করুক না, আমরা সকলে ইস্তফা দেব। কোনও অসুবিধা নেই। লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর হোক। তারপর নতুন করে আবার নির্বাচন হোক।’
সেই সঙ্গে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ‘বাংলার একটা মানুষেরও যদি ভোটাধিকার কাড়ে, তবে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনও নেতা বাঁচাবে না।’