উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ (100 Days Work) পুনরায় চালু করা এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Court docket)। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court docket) দরবারে গিয়েছে কেন্দ্র! কেন্দ্রের এহেন পদক্ষেপে ফুঁসে উঠলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে কেন্দ্র সরকারকে ধুয়ে দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।
অভিষেক (MP Abhishek Banerjee) বলেন, ‘কেন্দ্র সরকার হাইকোর্টেরও নির্দেশ মানছে না। কারণ তারা চায় না বাংলার গরিব মানুষরা টাকা পাক। এই জন্যই আমরা বলি, এরা জনবিরোধী, বাংলা-বিরোধী সরকার। বিজেপি (BJP) যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে। এরা আগাগোড়াই জনবিরোধী।’
এরপর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক আরও বলেন, নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকায় লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে। ওই তালিকার ভিত্তিতেই তো নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে লোকসভা ভেঙে যেত।’ পাশাপাশি তিনি বলেন, ‘বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন (ECI) হলফনামা দিয়ে বলুক—একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?’