Abhishek Banerjee | ‘আমি-তুমির রাজনীতি চলবে না’, ভার্চুয়াল বৈঠকে মানুষের কাছে পৌঁছোনোর বার্তা অভিষেকের

Abhishek Banerjee | ‘আমি-তুমির রাজনীতি চলবে না’, ভার্চুয়াল বৈঠকে মানুষের কাছে পৌঁছোনোর বার্তা অভিষেকের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছে আগেই। তারউপর চলতি মাসেই এসআইআর (SIR) শুরু হতে পারে রাজ্যগুলিতে। এনিয়ে প্রতিটি রাজ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই আবহে দলের সাংসদ, বিধায়ক, জেলাস্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, ‘বিজেপি (BJP) নেতাদের দেখলে জয় বাংলা বলুন।’ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলে একতা বজায় রাখতে সর্বস্তরের নেতাদের সতর্ক করে বলেন, ‘আমি-তুমির রাজনীতি চলবে না।’ এদিন রাজ্যের ৮০ হাজার বুথে ছোট সভা করে মানুষের কাছে পৌঁছোনোর বার্তা দেন অভিষেক।

গতকালই কোচবিহার ও আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক, নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিন দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলার ও অন্যান্য নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রায় নয় হাজার দলীয় নেতৃত্ব এদিন বৈঠকে যোগ দেন। সেখানেই একাধিক বিষয়ে বার্তা দেন অভিষেক। এর মধ্যে আরও নিবিড়ভাবে সাধারণের কাছে পৌঁছোনোর বার্তা দেন অভিষেক।

পাশাপাশি, এসআইআর ইস্যু নিয়ে অভিষেকের অভিযোগ, বিজেপি বাংলায় হেরে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি নেতারা বলছে এক কোটি নাম বাদ যাবে। আমি বলছি একজনের বাদ দিয়ে দেখাক। এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’ রাজ্যে একের পর এক এনআরসি নোটিশ পাঠানো নিয়ে সরব হয়েছেন অভিষেক। এনআরসি, এসআইআর ইস্যুতে জোরালো প্রতিবাদ বিশেষ করে উত্তরবঙ্গের নেতৃত্বকে এই বিষয়ে তিনি নজর দিতে বলেছেন। বুথে বুথে সভা করার কথা বলেন তৃণমূল নেতা। বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষকে একজোট করার কথা বলেন তিনি। অভিষেকের কথায়, লোকসভা নির্বাচনে বিজেপিকে ১৮ থেকে ১২-এ নামাতে পারলে বিধানসভায় কেন ৭৭ থেকে ৪০-এর নীচে নামানো যাবে না?।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *