উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের ছবি ‘হাউসফুল ৫’ (Housefull 5)-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। শুধু অভিষেকই নন, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডেরাও রয়েছেন এই ছবিতে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে গিয়ে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মুম্বইয়ের (Mumbai) এক প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন অভিষেক। আর সেখানেই ঘটে অঘটন। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামছেন অভিনেতা। ঠিক সেই সময় মাথার উপর চাঙর ভেঙে পড়ে। যদিও অভিষেক সিঁড়িতে পা বাড়ানোর আগেই এমন কাণ্ড ঘটে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পান তিনি। তবে নিজে দাঁড়িয়ে থেকে অন্যত্র সকলকে সরান। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, অভিষেককে ঘিরে রয়েছেন টিমের সদস্যরা। ভেঙে পড়া ছাদের অংশ দেখিয়ে তিনি সকলের সঙ্গে কথা বলছেন। সাংবাদিকদেরও সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন অভিষেক। এদিকে এতবড় অনুষ্ঠানে এভাবে ছাদের অংশ ভেঙে পড়া নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত বিগ বাজেটের এই সিনেমা। তা নিয়ে দর্শকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।