Abhishek-Aishwarya | দাম্পত্য জীবনের ১৮ বছর পার, ঐশ্বর্যর কোন কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন অভিষেক?

Abhishek-Aishwarya | দাম্পত্য জীবনের ১৮ বছর পার, ঐশ্বর্যর কোন কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন অভিষেক?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দাম্পত্য জীবনের ১৮ বছর পার। অথচ অভিষেক-ঐশ্বর্যর (Abhishek-Aishwarya) দাম্পত্যজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। সম্প্রতি নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবী সরিয়ে ‘রাই’ পদবীতে ফিরে গিয়েছেন ঐশ্বর্য। বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। তবে নীরব থেকেছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও সাফাই দেননি অভিষেক-ঐশ্বর্য।

এনিয়ে এবার অবশ্য অভিষেক জানালেন, ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) উপদেশেই এমনটা করেছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনও সমাধান হবে না। লোকে তথ্য বিকৃত করবে। কারণ, নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবন যাঁরা বাঁচাচ্ছেন না, তাঁদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’ সবাইকে খুশি করার দায় তাঁর নেই বলে জানান অভিনেতা। তিনি নিজে একথা বিশ্বাস করতে শুরু করেন ঐশ্বর্য বলার পর থেকে।

অভিষেক বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছে চারপাশে নেতিবাচক আলোচনা থাকবে। সেগুলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। চারপাশে যা কিছু ভালো সেটা গ্রহণ করতে হবে, এটা ওঁর থেকেই শেখা।’ তাই বাইরে যে যাই বলুক না কেন, তাঁদের সম্পর্কের ভিত যে আসলে মজবুত, সেটাই জানিয়ে দিলেন অভিষেক (Abhishek Bachchan)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *