কলকাতাঃ গোপন বৈঠক। কখনও দিল্লিতে। আবার কখনও মুম্বইয়ে। একবার নয়, বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর ও জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের।
আর সেই বৈঠকের প্রাথমিক ফল হিসেবে আজ রাতের দিকে সরকারিভাবে ঘোষণা হয়ে গেল ভারতীয় ‘এ’ দলের। ২০ জুন লিডসে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ। সেই সিরিজের আগে ভারতীয় ‘এ’ দল যাচ্ছে বিলেত সফরে। আজ রাতে সেই সফরের দল ঘোষণা হয়েছে। যেখানে প্রত্যাশিতভাবে ভারতীয় ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। তিনি ‘এ’ দলের অধিনায়ক হতে পারেন, এমন সম্ভাবনার কথা উত্তরবঙ্গ সংবাদে আগেই প্রকাশিত হয়েছিল। অভিমন্যু ছাড়াও বিলেত সফরের ভারতীয় ‘এ’ দলে প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল, নীতীশকুমার রেড্ডি, হর্ষিত রানা, আকাশ দীপ, মুকেশ কুমাররাও। চমক হিসেবে সুযোগ পেয়েছেন ঈশান কিযানও। ১৭ সদস্যের ভারতীয় ‘এ’ দল ক্যান্টারবেরি ও নর্দাম্পটনে ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ৩০ মে থেকে ২ জুন। দ্বিতীয় ম্যাচ ৬-৯ জুন। ১৩-১৬ জুন বেকেনহ্যামে থাকছে ভারতীয় দলের ইনট্রা স্কোয়াড ম্যাচ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ‘এ’ দল ঘোষণার পর জানানো হয়েছে, টিম ইন্ডিয়ার সম্ভাব্য অধিনায়ক শুভমান গিল ও বি সাই সুদর্শন নর্দাম্পটনে দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন।
পালাবদলের মধ্যে দিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বিলেত সফরে ‘নয়া’ ভারতীয় দলকে দেখা যাবে। সেই দলের ইউএসপি হতে চলেছে তারুণ্যের জোশ। দলের ওপেনিং জুটি থেকে শুরু করে চার নম্বর ব্যাটার, অনেক কিছুই এখন চূড়ান্ত করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তার আগে আজ ‘এ’ দল ঘোষণার মধ্যে দিয়ে ‘নয়া’ ভারতীয় দলের ইঙ্গিত মিলেছে। আট বছর পর জাতীয় পর্যায়ের কোনও স্কোয়াডে সুযোগ পেয়েছেন করুণ। তাঁকে চার নম্বরে খেলানোর ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ‘এ’ দলের হয়ে বিলেত সফরে তিনি কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে কোচ গম্ভীরের।
আপাতত টিম ইন্ডিয়ার কোচ গম্ভীর প্রবল চাপে। রোহিত-বিরাটদের অবসরের পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাঠগড়ায় গম্ভীর। ফলে আসন্ন ইংল্যান্ড সফর তাঁর জন্য নিশ্চিতভাবেই অগ্নিপরীক্ষা হতে চলেছে। এহেন গম্ভীরকে বিসিসিআই দল নির্বাচন নিয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছে বলে খবর। জাতীয় নির্বাচক কমিটির প্রধান আগরকারের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে ভারসাম্য রেখে দল নির্বাচন করতে চাইছেন কোচ গম্ভীর। রোহিতের উত্তরসূরি হিসেবে জসপ্রীত বুমরাহর চেয়ে শুভমানে অনেক বেশি ভরসা দেখাচ্ছেন গম্ভীর। হবু ভারত অধিনায়ক শুভমানের সঙ্গেও তিনি আলাদাভাবে আলোচনা করেছেন বলে খবর। তার মধ্যেই আজ ভারতীয় ‘এ’ দল ঘোষণার মধ্যেও চমক দিয়েছেন গম্ভীর-আগরকার জুটি।
ঘোষিত দল ঃ অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঈশান কিষান, মানব সুথার, তনুষ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে ও হর্ষ দুবে।