উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে দিল্লির এইমস (Delhi AIIMS) থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি (Former Calcutta HC Choose) তথা তমলুকের বিজেপি সাংসদ (BJP MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আপাতত শারীরিক অবস্থার স্থিতিশীল হওয়ায় মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। যদিও এখনই কলকাতায় ফিরবেন না তিনি। আপাতত দিল্লির বাসভবনে কয়েকদিন থাকবেন বিজেপি সাংসদ।
তলপেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে গত জুন মাসে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। পরবর্তীতে তাঁর প্যানক্রিয়াটাইটিসের সমস্যা ধরা পড়ে। সেখানে কিছুদিন চিকিৎসা চলার পর সাংসদকে দিল্লির এইমসে ভর্তির সিদ্ধান্ত নেন তাঁর পরিবার ও বিজেপি নেতৃত্ব। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চলছিল অভিজিতের। এইমস সূত্রে খবর, সেখানে ভর্তি হওয়ার পর তাঁর শরীর থেকে ফ্লুইড বের করা হয়েছিল। কিছুদিন আগেই খবর মিলেছিল, তমলুকের সাংসদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। গত শনিবারই এইমসে গিয়ে অভিজিতের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এবার হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি। তবে চিকিৎসকরা কিছুদিন তাঁকে বেশি জার্নি করতে বারণ করেছেন। তাই আপাতত দিল্লির বাসভবনেই বিশ্রাম করবেন তিনি।