উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুদিন পরেই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রস্তুতির মাঝেই সোমবার দিল্লিতে ইস্তেহার (Manifesto) প্রকাশ করল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (AAP)। তাতে দিল্লির জনসাধারণের জন্য রয়েছে কেজরিওয়ালের ১৫টি ‘গ্যারান্টি’। আপের ইস্তেহারে সমাজকল্যাণমূলক প্রকল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবা উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।
চাকরি থেকে শুরু করে ২৪ ঘণ্টা জল সরবরাহ, যমুনা পরিষ্কার সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপের তরফে। কেজরিওয়ালের প্রথম গ্যারান্টিতেই আরও কর্মসংস্থানের সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, সরকারি তথ্য অনুযায়ী রাজধানীতে বেকারত্বের হার কম। তবে তাঁর কাছে একজন বেকারও অনেক বেশি। তিনি বলেন, ‘আমি চাই দিল্লিতে কেউ বেকার না থাকুক।’ এর আগেও বিধানসভা ভোটের আগে যমুনা নদী পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরি। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ আপ, তা স্বীকার নিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন এবারের নির্বাচনে জিতলে তিনি আগামী কয়েক বছরেই যমুনা নদী পরিষ্কার করবেন। ইস্তেহারে আর কী কী গ্যারান্টি দিয়েছেন কেজরিওয়াল? দেখে নিন সেই তালিকা।
১. কর্মসংস্থানের নিশ্চয়তা
২. মহিলা সম্মান যোজনার অধীনে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ২১০০ টাকা সরকারি অনুদান
৩. সঞ্জীবনী যোজনার অধীনে ৬০ বছরের ঊর্ধ্বে সব নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা
৪. ভুল জলের বিলের টাকা মকুব
৫. ২৪ ঘণ্টা জল সরবরাহ
৬. দিল্লিতে ইউরোপীয় মানের রাস্তা
৭. যমুনা নদী পরিষ্কারের প্রতিশ্রুতি
৮. ডঃ আম্বেদকর স্কলারশিপ যোজনা
৯. শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস যাত্রা এবং দিল্লি মেট্রোতে ৫০ শতাংশ ছাড়
১০. পুরোহিত এবং গ্রন্থিদের জন্য মাসিক ১৮ হাজার টাকা সরকারি অনুদান
১১. ভাড়াটেদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ এবং জল
১২. পুরোনো নিকাশি লাইন মেরামতের কাজ
১৩. নতুন রেশন কার্ডের জন্য পাওয়ার উইন্ডো
১৪. অটো, ট্যাক্সি এবং ই-রিকশা চালকদের জন্য জীবন বীমার সুবিধা। সেই সঙ্গে তাঁদের মেয়ের বিয়ের জন্য ১ লক্ষ টাকা সরকারি অনুদান, শিশুদের জন্য বিনামূল্যে কোচিংয়ের সুবিধা
১৫. আবাসিক কল্যাণ সমিতি-তে নিরাপত্তারক্ষী মোতায়েন।
সম্প্রতি মধ্যবিত্তের ইস্তাহারও প্রকাশ করা হয়েছিল আপের তরফে। সেখানে মধ্যবিত্ত ভোটারদের জীবন উন্নত করার জন্য কেন্দ্রের কাছে ৭ দফা দাবি জানানো হয়েছিল। অন্যদিকে বিজেপি ইতিমধ্যেই তিনটি পর্যায়ে দলের ইস্তেহার প্রকাশ করেছে। প্রথম ইস্তেহার প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা দলের সভাপতি জেপি নাড্ডা। এরপর লোকসভার সাংসদ অনুরাগ ঠাকুর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা যথাক্রমে ইস্তেহারের দ্বিতীয় এবং তৃতীয় অংশ প্রকাশ করেন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন রয়েছে (Delhi Meeting Polls)। ফলাফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।