সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপারস্টার রজনীকান্তের আগামী ছবিতে আমির খানকে দেখা যাবে বিশেষ এক চরিত্রে সেই খবর আগেই মিলেছিল। এবার প্রকাশ্যে এল সেই ছবিতে আমিরের ফার্স্ট লুক। যা দেখে রীতিমতো ঘায়েল হয়েছে নেটপাড়া। আমিরের এই লুক দেখে রীতিমতো তাঁকে ধন্য ধন্য করছেন নেটিজেনরা। নতুন ছবিতে আমিরের ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। এবার আমিরের ফার্স্ট লুক যেন সেই অপেক্ষা বেশ খানিকটা বাড়িয়ে দিল।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবিতে আমিরের ফার্স্ট লুক। আর সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক্কেবারে রাফ অ্যান্ড টাফ লুকে। সাদা কালো ছবিতে ফুটে উঠেছে আমিরের এক আলাদা অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর তাঁর এই লুক দেখেই আন্দাজ করা যাচ্ছে ক্যামিও চরিত্র হলেও এটি গুরুত্বপূর্ণ এক চরিত্র। যেখানে এক্কেবারে আলাদা মেজাজে ধরা দেবেন আমির। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘দহ’। ছবির প্রযোজনা সংস্থার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় এই লুক।
Introducing #AamirKhan as Dahaa, from the world of #Coolie 😎⚡#Coolie is all set to dominate IMAX screens worldwide from August 14th 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges… pic.twitter.com/Z8pI5YJzRe
— Solar Footage (@sunpictures) July 3, 2025
আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেই পোস্টে কেউ লিখেছেন, ‘বহু প্রতীক্ষিত চরিত্র।’, কেউ আবার লিখছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। এটা একটা ড্রিম কম্বিনেশন।’ শোনা যাচ্ছে ৩৭৫ কোটি বাজেটের এই ছবিই নাকি হতে চলেছে এই বছরে ভারতীয় চলচ্চিত্র জগতের সব থেকে বড় বাজেটের ছবি। পরিচালক লোকেশ কানাগরাজের পরিচালনায় ‘কুলি’ ছবিতে রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে লোকেশ কানাগরাজের ‘কুলি’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন