Aamir Khan on Third Wedding ceremony Amid Relationship New girlfriend Gauri Spratt

Aamir Khan on Third Wedding ceremony Amid Relationship New girlfriend Gauri Spratt

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জব্বর খবর! অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন মিস্টার পারফেকশনিস্ট। দিন কয়েক আগেই জানা গিয়েছিল, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান (Aamir Khan)। পরিবারের সঙ্গেও দেখা করিয়েছেন। এবার ষাট বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়ে দিলেন বলিউড সুপারস্টার।

আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। মাসখানেক সেই গুঞ্জনও চলল বহাল তবিয়তে। ফতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে সেই আবহে। তবে সেই ফতিমা ম্যাজিকও ফ্যাকাসে! নতুন বছরের শুরুতেই জব্বর খবর আসে আমির খান নাকি চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! ২৫ বছর আগে বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ মিস্টার পারফেকশনিস্টের। তবে প্রেম শুরু হয় ১ বছর আগে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ১৮ মাস আগে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। তাহলে কি তৃতীয় বিয়েটা হচ্ছে? কৌতূহল অস্বাভাবিক নয়!

Aamir Khan introduce his girlfriend Gauri on his pre birthday celebration

বৃহস্পতিবার পাপারাজ্জিদের সঙ্গে প্রেমিকাকে পরিচয় করিয়ে দিয়ে আমির লাজুকভাবেই বলেন, “আমি জানি না, ষাট বছর বয়সে আমার বিয়ের পিঁড়িতে বসা ঠিক হবে কিনা।” অতঃপর বিয়ের জল্পনা কিন্তু তিনি পুরোপুরি উড়িয়েও দেননি। মাস ছয়েক আগে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর পডকাস্টে এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন আমির। তিনি জানান, “আমার এখন ষাট ছুঁইছুই। আর কী বিয়ে করব? বড় কঠিন বিষয়। এখন জীবনে এতগুলো সম্পর্কে জড়িয়ে আমি, গোটা পরিবারের সঙ্গে নতুন করে সময় কাটানো শুরু করেছি। আমার সন্তানরা রয়েছে। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতেই আমার ভালো লাগে। আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।”

সেখানেই তিনি বলেন, “আমার দুটো বিয়েই অসফল। তাই আমার কাছে বিয়ের উপদেশ নেওয়া ঠিক নয়। আসলে আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। আমরা একটা পরিবার। আসলে জীবন তো অনিশ্চিত, কী করেই বা বিশ্বাস করি? তাই বিয়ে টিকে থাকাটা প্রত্যেক মানুষের উপর নির্ভর করে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *