71st Nationwide Movie Awards | চলচ্চিত্রে জাতীয় পুরস্কারের ঘোষণা, সেরা অভিনেতা শাহরুখ-ভিক্রান্ত মাসে, সেরা অভিনেত্রী রানি

71st Nationwide Movie Awards | চলচ্চিত্রে জাতীয় পুরস্কারের ঘোষণা, সেরা অভিনেতা শাহরুখ-ভিক্রান্ত মাসে, সেরা অভিনেত্রী রানি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘোষিত হল ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (71st Nationwide Movie Awards)। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান (Sahrukh Khan) ও ভিক্রান্ত মাসে (Vikrant Massey) সেরা অভিনেত্রী হলেন রানি মুখোপাধ্যায়। ‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ ও ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য ভিক্রান্ত মাসে এই পুরস্কার পেয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য রানি মুখোপাধ্যায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন।

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১ আগস্ট ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়া পরিচালিত  ‘টুয়েলভথ ফেল’ মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি ছবি, যিনি দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে এসে একজন আইপিএস অফিসার হয়েছিলেন। ভিক্রান্ত মাসের শর্মার চরিত্রে অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

অন্যদিকে ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ অ্যাকশন, আবেগ এবং তারকাদের মিশ্রণে ব্লকবাস্টার ছবি হয়ে ওঠে। শাহরুখ খান এখানে দুটি চরিত্রে অভিনয় করেছেন। ৩৩ বছরের কেরিয়ারে এটা শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার জয়।

রানি মুখার্জি অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ হল ২০২৩ সালের একটি হিন্দি ছবি যা বাস্তব  ঘটনার উপর ভিত্তি করে তৈরি। ছবিতে রানি এক দেবিকা নামে এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন, যার সন্তানদের নরওয়ের প্রশাসন কিছু কারণে তুলে নিয়ে গিয়েছিল। তারপর সেই সন্তানদের ফিরে পাওয়ার লড়াই নিয়েই এই ছবি।

পাশাপাশি সো ছবি ও পরিচালকের পুরস্কার পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ২০২৩ সালে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর থেকেই বিতর্কের ঝড় তুলেছিল। নানা বিতর্ককে সঙ্গে নিয়েই তাবড় তাবড় বলিউড সিনেমার বক্স অফিসের ব্যবসাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল এই ছবি। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মূল বিষয় ছিল কেরালা থেকে প্রায় ৩২ হাজার মহিলাকে ইসলামে ধর্মান্তরিত করে আইএস-এ যোগদান করানো।

জুরি বোর্ড শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের তালিকা জমা দিয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এবং তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *